বাগাছাসের কেন্দ্রীয় সভাপতি অনিক, সাধারণ সম্পাদক লিয়ন

 


বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে অনিক রেমা সাধারণ সম্পাদক হিসেবে লিয়ন রিছিল নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর), ময়মনসিংহ নগরের ভাটিকাশরে অবস্থিত ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির ৪০তম সম্মেলন কাউন্সিলে তারা নির্বাচিত হন।

কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক হিসেবে সানি রাংসা নির্বাচিত হয়েছেন।

এরআগে শুক্রবার বাগাছাসের জাতীয় সম্মেলন ও কাউন্সিল শুরু হয়। এতে সারাদেশের গারো ছাত্রছাত্রীরা অংশ নেয়। দুইদিনব্যাপী অনুষ্ঠিত জাতীয় গারো ছাত্র সম্মেলন কাউন্সিলের উদ্বোধন করেন সমাজসেবায় স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক অরণ্য . চিরান। এতে প্রধান অতিথি হিসেবে বিপুল কান্তি সাংমা (পল্টু), স্পেশাল গেস্ট হিসেবে অঞ্জলী জেংচাম উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাগাছাস কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি প্রভাষক অঞ্জন ম্রং, জেফিরাজ দোলন কুবি, রঞ্জিত নকরেক, পিন্টু দিও, শ্যামল মানখিন, লিংকন দিব্রা প্রমুখ উপস্থিত ছিলেন।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাগাছাসের সাবেক কেন্দ্রীয় সংসদের সভাপতি প্রভাষক অঞ্জন ম্রং। পরে তিনি নির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ শেষে উপস্থিত সাবেক নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানান। অনিক-লিয়নের নেতৃত্বে বাগাছাস নতুন উদ্যমে সামনে এগিয়ে যাবে বলেই তারা প্রত্যাশা করছেন। 

চুনিয়াতে তিনদিনব্যাপী ওয়ানগালা উৎসব

 


টাঙ্গাইল মধুপুরের শালবন পরিবেষ্টিত চুনিয়া গ্রামে তিনদিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চুনিয়া বনানী আচিক (গারো সাংস্কৃতিক) ক্লাব মাঠে ঘরোয়া পরিবেশে এই উৎসব পর্ব শুরু হয়। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে।

এই ওয়ানগালার আয়োজক থকবিরিম চুনিয়াগ্রি। আয়োজক কমিটির প্রধান কবি লেখক মিঠুন রাকসাম। নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধান দিতেই এই উৎসবের আয়োজন বলে জানিয়েছেন তিনি।  

জানা গেছে, গারোদের আদি সংস্কৃতি চর্চার প্রবনতা বৃদ্ধি ও উৎসাহিত করতেই এই ওয়ানগালার আয়োজন করেছে থকবিরিম। তিনদিনব্যাপী আয়োজিত এই উৎসবে চুনিয়া ছাড়াও আশেপাশের গ্রামের গারো জনগোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকেও সংস্কৃতিজনেরা উৎসবে সামিল হয়েছেন।     

সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে উৎসবে আজিয়া, রে রে, দামা দক্কা, আদুরি শিক্কা, চাম্বিল মেশা, গ্রিকা প্রতিযোগিতা রেখেছেন আয়োজকেরা। প্রতিযোগিতায় বিজয়ীরা নগদ টাকা ও মেডেল পাবেন। এছাড়াও অংশগ্রহণকারীদেরও নগদ টাকা পুরস্কার দেয়া হবে।

রাজধানীর তেজগাঁও চার্চের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

 


রাজধানীর ফার্মগেটে অবস্থিত তেজগাঁও চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে খিষ্টার্ন ধর্মালম্বীদের উপাসনালয় তেজগাঁও চার্চের প্রধান ফটকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়াও গেইটের সামনে অবিস্ফোরিত আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিস্পোজাল ইউনিট অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করে।

প্রত্যক্ষদর্শী চার্চের নিরাপত্তাকর্মী শ্রী ফারুক হাসদা গণমাধ্যমকে বলেন, রাত নয়টার দিকে আমার ডিউটি শুরু হওয়ার সময় চার্চের গেটের বাইরে দুটি মোটরসাইকেল দেখতে পাই। পরে রাত ১০টার দিকে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের পর গেইটের বাইরে বেরিয়ে দেখি মোটরসাইকেল দুটিতে মোট চারজন লোক দ্রুত স্টেশন রোডের দিকে চলে যাচ্ছে।

তিনি আরও বলেন, মোটরসাইকেল দুটি যেখানে দাঁড়ানো ছিল সেখানেই অবিস্ফোরিত দুটি ককটেল মিষ্টির প্যাকেটে করে পড়ে ছিল। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে।

তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান বলেন, রাত ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত দুটি ককটেল বিস্ফোরণের করে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট এসে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

তিনি আরও বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

চাকমা, মারমা, চাটগাইয়া ও বাংলা ভাষায় চাকসু সদস্যপ্রার্থীর অভিনব প্রচারণা

 


আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অভিনব কৌশলে প্রচারণা চালিয়ে আলোচনায় এসেছেন মীর সুমাইয়া আহমেদ লায়লা নামের এক প্রার্থী। তিনি চাকসুর নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন।

সমাজতত্ত্ব বিভাগের (২০-২১ সেশন) শিক্ষার্থী মীর সুমাইয়া আহমেদ লায়লা। তিনি ক্যাম্পাসে লায়লা এল ফাউলি নামেও পরিচিত। চাকসু নির্বাচনে তিনি তার নির্বাচনী প্রচারণার জন্য ছাপিয়েছেন চার ভাষার প্রচারপত্রচাকমা, মারমা, চাটগাইয়া বাংলা। প্রচারপত্রের সামনের অংশে চার ভাষায় অভ্যর্থনাবার্তা, আর পেছনে ইশতেহার ওয়েবসাইটের কিউআর কোড সংযোজন করা হয়েছে।

চবি শিক্ষার্থীরা এমন অভিনব প্রচারণার প্রশংসা করেছেন। শিক্ষার্থীরা বলছেন, মীর সুমাইয়ার এই উদ্যোগ শুধু নির্বাচনী কৌশল নয়, বরং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাষাগত বৈচিত্র্য অন্তর্ভুক্তির উদাহরণ হিসেবে ইতিবাচক বার্তা দিয়েছে। অনেকেই তার এমন কৌশলের ভূয়সী প্রশংসা করেছেন।

লায়লা বলেন, ‘আমাদের ক্যাম্পাসে নানা ভাষাভাষী শিক্ষার্থী আছেন। তাই সবাইকে কাছে টানতেই এই উদ্যোগ নিয়েছি। একজনের প্রাথমিক পরামর্শ থেকেই ধারণাটি পাই, পরে নিজের মতো করে সেটি পূর্ণ করি।

ভাষা নির্বাচনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘চবিতে চাকমা মারমা শিক্ষার্থী তুলনামূলকভাবে বেশি। আবার চাটগাইয়া ভাষাভাষীও অনেক। তাই তিনটি ভাষা রেখেছি, আর বাংলা তো আমাদের মাতৃভাষা।

প্রচারপত্রের নকশাটিও তিনি নিজেই করেছেন বলে জানান লায়লা। তিনি বলেন, ‘স্ট্রাকচারটি হাতে এঁকেছিলাম, পরে কম্পিউটারে কাজটি করেছেন আসেম আল ইমতিয়াজ ভাই। ছাপাখানায় তিন দিন দৌড়াদৌড়ি করতে হয়েছে।

নির্বাচিত হলে তার পরিকল্পনা সম্পর্কে লায়লা বলেন, ‘লাইব্রেরি ক্যাফেটেরিয়া সংস্কার, এ্যাডু মেউল (edu mail) চালু, পরিষ্কার ওয়াশরুম, চক্রাকার বাস বাস শিডিউল বিষয়ে কাজ করতে চাই। নির্বাহী সদস্য হিসেবে এসব বিষয়ক সম্পাদকদের সঙ্গে সমন্বয় করে কাজ করব।’ 

কন্যা সন্তানের বাবা হলেন যাদু রিছিল

 


আদিবাসী জাতিগোষ্ঠীর জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী যাদু রিছিল ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা হয়েছেন। 

আজ বিষয়টি নিশ্চিত করে ফেইসবুকে যাদু রিছিল লিখেছেন, ‘চিগ্রিং সেইস হ্যালো টু এভরিওয়ান’। এসময় মেয়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন তিনি। মেয়ের নাম রেখেছেন চিগ্রিং।  

জানা গেছে, মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। 

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে টাঙ্গাইলের মধুপুরে শ্রীমঙ্গলের স্নিগ্ধা থিগীদির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন যাদু রিছিল। এতে দুইপক্ষের বন্ধু-স্বজন ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

ফুটবল হাতে আদিবাসী স্কুল ও মাঠ দখলচেষ্টার প্রতিবাদ

 


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুরপাড়ায় অবস্থিত শহীদ শ্যামল-মঙ্গল-রমেশ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ও এর সংলগ্ন খেলার মাঠ দখলমুক্তের দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা শহরের নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে গাইবান্ধার আদিবাসী বাঙালি সংহতি পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

এতে ফুটবল হাতে খেলার মাঠ দখলমুক্তের দাবি জানায় শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু। এতে বক্তব্য দেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, গাইবান্ধা জেলা বারের সদস্য অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, লুইস মুরমু, নমিতা টুডু, শিক্ষক প্রিসিলা মুরমু, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, অভিভাবক প্রদীপ টুডু, শারমিন মার্ডি, অলিভিয়া হেবরম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, স্থানীয় আদিবাসী ও হিতৈষী ব্যক্তিদের উদ্যোগে পুনঃপ্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি শিশুদের শিক্ষা ও খেলাধুলার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে শাপমারা ইউনিয়নের মাদারপুর গ্রামের আতাউর রহমান সাবু ও আব্দুর রউফ বাবু মেম্বার বিদ্যালয় ও সংলগ্ন মাঠ দখলের অপচেষ্টা চালাচ্ছেন।

অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, ভূমিদস্যুরা শুধু মাঠ দখলের চেষ্টাই করছে না, বরং স্কুলের আসবাবপত্র ও টিনের বেড়া নষ্ট করেছে, খেলার সময় গোলবার ভেঙে দিয়েছে, এমনকি শিক্ষকদের হুমকি ও অপমানও করেছে। বিদ্যালয়ের পাশে থাকা পুকুরের মাছচাষের আয় বিদ্যালয়ের তহবিলে ব্যবহৃত হলেও সাবু ও বাবু চাঁদা দাবি করছেন এবং জমিতে ফসল চাষে বাধা দিচ্ছেন।

বক্তারা অবিলম্বে দখলচেষ্টা বন্ধ ও বিদ্যালয় ও মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

এসব বিষয় গত ২৪ সেপ্টেম্বর স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীরা গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিতভাবে অবহিত করেছেন। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

 

 

© all rights reserved - Janajatir Kantho