খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ফেডারেশন কাপ টেবিল টেনিসে চ্যাম্পিয়ন খই খই মারমা

 


ফেডারেশন কাপ টেবিল টেনিসে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন খই খই মারমা। সোনম সুলতানা সোমাকে হারিয়ে শিরোপা জিতেছেন এই পাহাড়ী কন্যা। 

সোমবার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ইভেন্টের ফাইনাল খেলা হয়। ফাইনালে খই খই জিতেছেন - সেটে।

ফাইনালে ১১- পয়েন্টে প্রথম সেটে জিতে এগিয়ে যান খই খই। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সোমা জিতে নেন ১১- ব্যবধানে। তৃতীয় সেটে ১১- পয়েন্টে জিতে ফের এগিয়ে যান খই খই। চতুর্থ সেট ১১- ব্যবধানে জিতে ম্যাচের ভাগ্য পঞ্চম সেটে টেনে নিয়ে যান অভিজ্ঞ সোমা। সেখানে অবশ্য লড়াই খুব একটা জমেনি। ১১- পয়েন্টে জিতে শিরোপা নিজের করে নেন খই খই।

বর্তমান জাতীয় র‌্যাংকিংয়ে খই খই তৃতীয় বাছাই। সোমা ছিলেন দ্বিতীয় বাছাই।

অভিজ্ঞ সোমাকে হারানোর আত্মবিশ্বাস কোথায় পেলেন এই প্রশ্নের উত্তরে খই খই বলেন, আসলে আমার সেমিফাইনাল ছিল মৌয়ের সাথে, সে এখন বাংলাদেশের এক নাম্বার। তো ওনার সাথে জিতে আমার আত্মবিশ্বাস বেড়েছিল, মনে হচ্ছিল যে আমি ফাইনালে ভালো খেলতে পারব। তো আমি এই আত্মবিশ্বাস নিয়ে নেমেছিলাম যে, যতটুকু পারি চেষ্টা করব। আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। জয়ী হতে পেরেছি; ভালো লাগছে।

 

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সেরা গোলকিপার মিতুল মারমা

 


বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন মিতুল মারমা। গতকাল (১৩ সেপ্টেম্বর) বাফুফে ভবনে ফেডারেশন কাপের অনুষ্ঠানের আয়োজন করেছিল বাফুফে। সেখানেই ঘোষণা করা হয় বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ২০২৪–২৫ মৌসুমের সেরা মৌসুমের সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারের নাম।

আবাহনীর গোলকিপার মিতুল মারমা ছাড়াও সেরা খেলোয়াড় হয়েছেন সুলেমানে দিয়াবাতে, সেরা কোচ আলফাজ আহমেদ। তাঁরা দুজনই ছিলেন শিরোপাজয়ী মোহামেডান দলে।

সূত্র বলছে, বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠানে তাঁদের নাম জানানো হয়। একই অনুষ্ঠানে দেওয়া হয় পুরস্কারও। তবে দিয়াবাতে ও মিতুল অনুষ্ঠানে ছিলেন না।

গত মৌসুমটা ভালো যায়নি ঢাকা আবাহনীর। অনেকটা ছন্নছাড়া হয়ে দল গোছায় তারা। ছিল না বিদেশি খেলোয়াড়ও। সেই দলটাও টুর্নামেন্টের তৃতীয় হয়েছিল। তার পেছনে বড় অবদান ছিল গোলরক্ষক মিতুল মারমার। বিশ্বস্ত হাতে তিনি আবাহনীর গোলবার সামলেছেন। সেটার পুরস্কার হিসেবে সেরা গোলরক্ষকের পুরস্কার ওঠেছে মিতুলের হাতে।

জাতীয় ক্রীড়া পরিষদের প্রথম নারী পরিচালক হলেন লাবনী চাকমা

 


জাতীয় ক্রীড়া পরিষদের প্রথম নারী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা লাবনী চাকমা। আজ বৃহস্পতিবার নতুন কর্মস্থলে যোগ দিলে তাকে স্বাগত জানান পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

এরআগে লাবনী চাকমা  পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (বিপিপিএ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে উপসচিব (সংযুক্ত) ছিলেন।

রাঙ্গামাটি সদর উপজেলার লাবনী চাকমা ব্যক্তি জীবনে এক ছেলে এক মেয়ের মা।

নতুন কর্মস্থলে যোগদানের প্রতিক্রিয়ায় লাবনী চাকমা বলেন, ‘যখন আমাকে এখানে পদায়ন করা হয়, তখন মনে হয়েছিল ক্রীড়াঙ্গন সম্পর্কে আমার কিছুই তো খোঁজখবর রাখা হয় না, গিয়ে কীভাবে কাজ করবো এমন একটা টেনশন ছিল। তারপরও আমি খুব আনন্দিত খেলাধুলা নিয়ে কাজ করার সুযোগ পেয়ে।

 

অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা

 


ভূটানের পর এবার অস্ট্রেলিয়ান ফুটবল লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা। গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।

অস্ট্রেলিয়ান যে ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্ণা; সেটির নাম আপাতত প্রকাশ করছে না বাফুফে। তবে সেটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল প্রিমিয়ার লিগ উইমেনসের একটি ক্লাব। যারা খেলে দেশের নারী ফুটবলের তৃতীয় টায়ারে।

তবে প্রস্তাবনা পেলেও অস্ট্রেলিয়ায় ঋতুপর্ণা চাকমার খেলা অনেক কিছুর উপর নির্ভর করছে। এশিয়া ইউরোপের বেশ টি দেশের ক্লাবের সঙ্গে নারীদের খেলা নিয়েও আলোচনা করছে ফুটবল ফেডারেশন।

এশিয়ান কাপ আগামী বছর মার্চে হবে অস্ট্রেলিয়াতে। তার আগে এই লিগে ঋতুপর্ণা পাশাপাশি আরো অনেক নারী ফুটবলার খেলতে পারলে তা খেলোয়াড়দের জন্য ভালো বিষয় হয়ে উঠবে।

© all rights reserved - Janajatir Kantho