খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা

 


ভূটানের পর এবার অস্ট্রেলিয়ান ফুটবল লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা। গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।

অস্ট্রেলিয়ান যে ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্ণা; সেটির নাম আপাতত প্রকাশ করছে না বাফুফে। তবে সেটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল প্রিমিয়ার লিগ উইমেনসের একটি ক্লাব। যারা খেলে দেশের নারী ফুটবলের তৃতীয় টায়ারে।

তবে প্রস্তাবনা পেলেও অস্ট্রেলিয়ায় ঋতুপর্ণা চাকমার খেলা অনেক কিছুর উপর নির্ভর করছে। এশিয়া ইউরোপের বেশ টি দেশের ক্লাবের সঙ্গে নারীদের খেলা নিয়েও আলোচনা করছে ফুটবল ফেডারেশন।

এশিয়ান কাপ আগামী বছর মার্চে হবে অস্ট্রেলিয়াতে। তার আগে এই লিগে ঋতুপর্ণা পাশাপাশি আরো অনেক নারী ফুটবলার খেলতে পারলে তা খেলোয়াড়দের জন্য ভালো বিষয় হয়ে উঠবে।

ঋতুপর্ণা ‘মেয়েদের মেসি’ বললেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান কিরণ

 


নারী এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করে প্রশংসায় ভাসছেন ঋতুপর্ণা চাকমা। তাঁর দুটি গোলেই ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।

চারদিকে যখন ঋতুপর্ণা চাকমার প্রশংসা তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তাকে তুলনা করেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে। তার ভাষায়, ‘ঋতুপর্ণা আমাদের মেয়েদের মেসি। ওর বল কন্ট্রোল, গতি আর ফিনিশিং সবই অসাধারণ। বল টেনে নিয়ে যাওয়ার স্টাইলে মেসির ছায়া দেখা যায়। হামজা দেওয়ান ছেলেদের দলে যেমন তারকা, মেয়েদের দলে ঠিক তেমনিই ঋতুপর্ণা।’

এদিকে, ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপে লাল-সবুজের মেয়েদের জায়গা করে নেওয়াকে  ‘কঠিন পরিশ্রমের ফসল’ বলছেন কিরণ। তিনি বলেন, ‘আমাদের মেয়েরা দারুণ কিছু করেছে। এবার লক্ষ্য হবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। সেই পরিকল্পনা আমাদের আছে এবং আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করব।

বিশ্বকাপ এবং অলিম্পিকের সম্ভাবনা মাথায় রেখে এখন থেকেই কঠোর প্রস্তুতির কথাও জানিয়েছেন কিরণ। তিনি বলেন, ‘এশিয়ান কাপে চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দল খেলবে। আমাদের তাদের মতো শক্ত দলের বিপক্ষে খেলতে হবে। সেজন্য আমরা ভালো প্রস্তুতির সময়টুকু কাজে লাগাতে চাই।

ঋতুপর্ণার আরও উন্নত দেশের উন্নত লীগে খেলা উচিত: পিটার বাটলার

 


মিয়ানমারের বিপক্ষে অসাধারণ দুটি গোল করার পর প্রশংসায় ভাসছেন ঋতুপর্ণা চাকমা। এএফসি উইমেন্স এশিয়া কাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ঋতুর জোড়া গোলেই স্বাগতিক মায়ানমারকে হারিয়েছে বাংলাদেশ।

জোড়া গোলের পর দেশের ক্রীড়াঙ্গনে যেমন আলোচিত হচ্ছেন তেমনি ম্যাচের পর বাংলাদেশের কোচ পিটার বাটলারও ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ। কোচ ঋতুকে আরো উন্নত দেশের উন্নত লীগে খেলা উচিত বলে মনে করেন।   

পিটার বাটলার বলেন, আমি মনে করি ঋতুপর্ণার আরও উচ্চমানের লীগে খেলার সামর্থ্য আছে। দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে নিয়মিত লীগ হয় না। সেজন্য ভুটানে লীগে গিয়ে খেলতে হয়েছে তাকে। তবে তার সৌদি আরব, মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোথাও ভালো মানের লীগে খেলা উচিত। সে চতুর ও সাহসী। আমি বলবো, কঠিন এক মেয়ে। এখনো তরুণ। তার সামনে সম্ভাবনার বিশাল এক জগৎ খোলা আছে। আমি চাই সে সামনে আরো এগিয়ে যাক। আরও বড় পর্যায়ে খেলুক। কারণ সে এটারই যোগ্য।

পিটার বাটলার আরও বলেন, অসম্ভব প্রতিভাবান একজন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। সে বরাবরই তার প্রতিভার ঝলক দেখিয়ে যাচ্ছে। মায়ানমারের মত দলের বিপক্ষে দুটি গোল করা সহজ কোন ব্যাপার না। এই কঠিন কাজটাকে সহজ করে দেখিয়েছে ঋতুপর্ণা।

বুধবার ইয়াঙ্গুনের থুওয়ান্না স্টেডিয়ামে স্বাগতিক মিয়ানমারের জালে বাংলাদেশ নারী দলের হয়ে প্রথম ও দ্বিতীয়ার্ধের গোল দুটি করে ঋতুপর্ণা চাকমা। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। বক্সের বাইরে থেকে ফ্রি কিক নিলে মিয়ানমারের মানবদেয়ালে লাগে। তার বাঁ পায়ের ফিরতি শটে গোল প্রথম লিড নেয় বাংলাদেশ। তিনি পরের গোলটি করেন ৭১ মিনিটে। যেটি বাংলাদেশের কপালে এঁকে দেয় বিজয়ের তিলক। 

সিঙ্গাপুর জিমন্যাস্টিকসে ৩ আদিবাসী তরুণের স্বর্ণপদক জয়

 


সিঙ্গাপুর ওপেন মেন আর্টিস্টিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় দেশের হয়ে স্বর্ণপদক জিতেছেন তিন আদিবাসী তরুণ। জুনিয়র ক্যাটাগরিতে সোনার পদক জিতে নিয়েছেন তারা।

শুক্রবার (৩০ মে), টুর্নামেন্টের প্রথম দিনে জুনিয়র দলগত বিভাগে বাংলাদেশের হয়ে সোনা জিতেছেন প্রেন্থই ম্রো, উতিং অং মার্মা মেন্তোন টনি ম্রো। এদিন আরও দুটি পদক জিতেছেন বাংলাদেশের জিমন্যাস্টরা। প্রেন্থন ম্রো জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল অ্যারাউন্ডে পেয়েছেন ব্রোঞ্জ।

এছাড়া মেন সিনিয়র দলগত বিভাগে রুপা জিতেছে বাংলাদেশ।

মেন সিনিয়র দলগত বিভাগে বাংলাদেশের হয়ে পারফর্ম করেছেন রাজীব চাকমা, ওহাই মং মার্মা, মোহাম্মদ রাফি আহমেদ জ্যাক আশিকুল ইসলাম।

এদের মধ্যে জ্যাক আশিকুল বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তবে এবার তিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

আদিবাসী তরুণীদের পারফর্মেন্সে প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিসে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

 


দুই আদিবাসী তরুণীর অনবদ্য পারফর্মেন্সে প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিসের দ্বিতীয় দিনে বাংলাদেশ টেবিল টেনিস অনূর্ধ্ব-১৯ বালিকা দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার শহীদ তাজউদ্দিন আহমেদ উডেনফ্লোর জিমন্যাশিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খই সাই মারমা ও রেশমি তঞ্চঙ্গ্যা বালিকা বিভাগের শীর্ষ র‍্যাঙ্কিংধারী। তবে দলগত খেলায় ঐশী রহমানও রেখেছেন সমান অবদান। ফাইনালে তারা রানার্সআপ উত্তরা টেবিল টেনিস একাডেমির বিপক্ষে ৩-০ সেটে বিজয়ী হয়েছে।

উত্তরা টেবিল টেনিস দলের সদস্যরা হলেন মুসরাত জান্নাত সিগমা, লাবনী দত্ত, শ্রাবন্তী দেবনাথ রাণী ও নুসরাত জাহান অনন্যা।

টুর্নামেন্টের অপর সেমিফাইনালিস্ট হলো বাংলাদেশ জেল টেবিল টেনিস দল এবং জেবিএল ৭১।

 

চাকরিতে যোগ দিলেন ফুটবলার আনাই মগিনী

 


ফুটবল ছেড়ে চাকরিতে যোগ দিলেন জাতীয় নারী ফুটবলার আনাই মগিনী। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নির্বাহী ক্ষমতাবলে তাকে অস্থায়ী ভিত্তিতে ৪র্থ শ্রেণীর কর্মচারী পদে নিয়োগ প্রদান করেন।

শনিবার (১৭ মে) দুপুরে আনাই মগিনী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। এসময় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মাস্রাথোয়াই মারমা উপস্থিত ছিলেন।

দেশের ফুটবলে অবদান রাখার পাশাপাশি দেশের জন্য গৌরব বয়ে আনার স্বীকৃতি স্বরূপ আনাই মগিনীকে এ চাকরি দেওয়া হয়। এতে তাঁর ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি নতুন দায়িত্বের সূচনা হয়েছে।

চাকরি পাওয়ার পর আনাই মগিনী বলেন, এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি ফুটবলের মাধ্যমে দেশের সেবা করেছি, এখন প্রশাসনিক দায়িত্বের মাধ্যমে আরও কিছু করতে পারব।

নিয়োগপত্র হাতে পেয়ে আনাই মগিনী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

© all rights reserved - Janajatir Kantho