বহির্বিশ্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বহির্বিশ্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ডোমিনিক সাংমা

 


ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ডোমিনিক মেগাম সাংমা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। মেঘালয় মনিটর ডটকমের খবর।  

ডোমিনিক সাংমা Rimdogittanga (Rapture) সিনেমা নির্মাণের জন্য পুরস্কার পান। এই পুরস্কারটি তিনি মেঘালয়বাসী বিশেষত গারো হিলসের মানুষদের জন্য উৎসর্গ করেছেন। তিনি মনে করেন, তাঁর এই অর্জন আরো তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সিনেমা নির্মাণে উৎসাহিত করবে।

র‌্যাপচার সিনেমাটি মেঘালয়ের গারো জনগোষ্ঠীর ঐতিহ্যের উপর ভিত্তি করে নির্মিত। সিনেমায় তাঁর গল্প বলার ধরণ বেশ প্রশংসা অর্জন করেছে। ডোমিনিক সাংমার এই অর্জন একটি মাইলফলক এবং সিনেমার মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের আদিবাসী জাতিগোষ্ঠীর আখ্যান বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্জনে ডোমিনিক সাংমা তাঁর টিমকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা। তিনি এই পুরস্কারকেতার অনন্য কণ্ঠস্বর এবং ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রমাণবলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, ডোমিনিকের কাজ আদিবাসী জীবনের চিত্র প্রতিফলিত করার সাথে সাথে দর্শকদের মুগ্ধ করে চলেছে।

এছাড়াও রাজ্যজুড়ে আন্তরিক অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই র‌্যাপচারকে সাংস্কৃতিক বিজয় এবং গারো হিলসের জন্য গর্বের মুহুর্ত হিসেবে আখ্যায়িত করছেন।

মেঘালয়ের ডেপুটি স্পিকার হতে চলেছেন লিমিসন ডি সাংমা

 


বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের মেঘালয় রাজ্যের ডেপুটি স্পিকার হতে চলেছেন পশ্চিম গারো হিলস জেলার রাকসাঙ্গরে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত ন্যাশনাল পিপলস পার্টির বিধায়ক লিমিসন ডি সাংমা। আগামী ১২ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিনি এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। ইন্ডিয়া টুডে নর্থ ইস্টের খবর।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) লিমিসন সাংমা তাঁর মনোনয়নপত্র জমা দেন। তাঁর প্রার্থিতা প্রস্তাব করেন মন্ত্রিসভার দুই সদস্য মারকুইস এন মারাক এটিএ মণ্ডল।

বিধানসভার স্পিকার থমাস সাংমা সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত শুধু একটি মনোনয়ন জমা পড়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। যদি কেউ প্রত্যাহার না করেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে ডেপুটি স্পিকার পদে তাঁর নির্বাচনের ঘোষণা করব।

এরআগে, রাজ্যের রেসুবেলপাড়া কেন্দ্রের এনপিপি বিধায়ক টিমোথি ডি শিরা পদত্যাগ করার পর এই পদটি খালি হয়। জানা গেছে, দলীয় হাইকমান্ডের নির্দেশেই তিনি পদত্যাগ করেন।

ডেপুটি স্পিকার পদের জন্য লিমিসন ডি সাংমার সম্ভাব্য নির্বাচনে দলের মধ্যে কোনো বিরোধ নেই বলেই মনে করা হচ্ছে। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই ধারণা করছেন রাজ্যটির রাজনৈতিক বিশ্লেষকরা।

ত্রিপুরায় সরকারিভাবে চাকমা হরফ ও ভাষা দিবস পালনের সিদ্ধান্ত

 


সরকারিভাবে চাকমা হরফ ভাষা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যটির রাজধানী আগরতলায় ককবরকসহ অন্যান্য জনজাতির ভাষা উন্নয়ন অধিকর্তার অফিসের কনফারেন্স হলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নর্থ ইস্ট টুডের খবর।

সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা সহ চাকমা ভাষা বিশেষজ্ঞরা।

সিদ্ধান্ত অনুসারে এখন থেকে ককবরক মণিপুরী ভাষার মত রাজ্যটিতে প্রতিবছর আগস্ট চাকমা হরফ ভাষা দিবস পালিত হবে। চাকমা ভাষা এডভাইজরি কমিটির তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিয়ে মন্ত্রী রতন লাল নাথ সংবাদমাধ্যমকে বলেন, বেসরকারি হিসেব মতে বর্তমানে ত্রিপুরায় ১ লক্ষ ২৫ হাজার চাকমা জাতিগোষ্ঠীর মানুষ রয়েছেন। তাদের ভাষার উন্নয়নের জন্য জাতীয় স্তরের একটি সেমিনার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন, বর্তমান সরকার চাকমা ভাষা নিয়ে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা তা এই ভাষার উন্নতির ক্ষেত্রে সাহায্য করবে।

ত্রিপুরা রাজ্যের ১৯টি জনজাতির মধ্যে চাকমা অন্যতম। রাজ্যটির বিভিন্ন জেলায় চাকমা জাতিগোষ্ঠীর মানুষেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের নিজস্ব ভাষা এমনকি লিখিত হরফও আছে। চাকমা জনজাতির ভাষা, সংস্কৃতিকে সমৃদ্ধ ও সংরক্ষণের লক্ষ্যে চাকমা ভাষা এডভাইজরি কমিটিও গঠন করা হয়েছে।

© all rights reserved - Janajatir Kantho