সর্বশেষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সর্বশেষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কীটনাশক পানে আদিবাসী যুবকের আত্মহত্যা

 


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কীটনাশক পান করে বৈদ্যনাথ তিগ্যা নামের এক আদিবাসী যুবক আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৈদ্যনাথ তিগ্যা পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রুপাপুর গ্রামের বিজয় তিগ্যার ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, গত সোমবার (১৬ জুন) বিকেলে বৈদ্যনাথ নিজ জমিতে কীটনাশক প্রয়োগের কথা বলে রতনপুর বাজারের কীটনাশকের দোকান থেকে কীটনাশক ক্রয় করেন। পরে বাজারে নির্জন স্থানে গিয়ে নিজেই সেই কীটনাশক পান করেন তিনি।

পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে কি কারণে তিনি আত্মহত্যা করলেন তা জানা যায়নি।

 

ঢাকায় ভূমি, বন ও সম্পদের উপর আদিবাসীদের অধিকার শীর্ষক সভা

 


আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি, বন ও সম্পদের উপর অধিকার শীর্ষক আলোচনা সভা করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। মঙ্গলবার (১৭ জুন), ঢাকার মোহাম্মদপুরের সিবিসিবি সেন্টারে এ আলোচনা সভা হয়।

সভায় বাংলাদেশ আদিবাসী ফোরামের কার্যকরী সদস্য রিপন চন্দ্র বানাইয়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সৌরভ সিকদার, আদিবাসী ফোরামের সহ সভাপতি অজয় এ মৃ, এএলআরডির প্রোগ্রাম ম্যানেজার এ্যাডভোকেট একে এম বুলবুল আহমেদ, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে প্রমুখ।

সভায় অধ্যাপক সৌরভ শিকদার বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ-বাগদাফার্মে আদিবাসীদের যে সমস্যা ছিল, সেটা বিগত সরকারের আমলেও সমাধান হয়নি। বর্তমানে এ সমস্যাটা আরো বেশি প্রকট আকার ধারণ করেছে। সেখানে নতুন করে ইপিজেড করার পরিকল্পনা চলছে, এ নিয়ে আদিবাসীরা উচ্ছেদ আতঙ্কে রয়েছে।

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক বলেন, মধুপুরে শালবন উদ্ধারের জন্য বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রতিশ্রতি দিয়েছেন। কিন্তু এটি কতটুকু সফল হবে তার উপর নির্ভর করবে। মধুপুরে বনবিভাগ কর্তৃক আকাশি চারা রোপনের জন্য শালবন কেটে ফেলা হচ্ছে।

মধুপুরে সামাজিক বনায়নের নামে আদিবাসীদের জমি দখলের কার্যক্রম বর্তমানে বন্ধ থাকলেও পরবর্তীতে এ কাজ বন বিভাগ যে করবে না তার কি নিশ্চয়তা রয়েছে বলে মনে করেন তিনি। 

সভায় সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন আদিবাসী ফোরামের সহ সভাপতি অজয় এ মৃ। তিনি আদিবাসীদের অধিকার আদায়ে সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের শিক্ষা, সংষ্কৃতি ও ক্রীড়া সম্পাদক উজ্জ্বল আজিম ও সংগঠনের কার্যকরী সদস্য সোহেল চন্দ্র হাজং। তারা সংবিধানে আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, পৃথক ভূমি কমিশন গঠন সহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানান। 

বাহাছাসের নতুন সভাপতি অন্তর হাজং, সম্পাদক শ্রীবন

 


বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের (বাহাছাস) কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি হিসেবে অন্তর হাজং সাধারণ সম্পাদক শ্রীবন হাজং অক্ষয় নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) রাতে নেত্রকোনা দুর্গাপুরের বিরিশিরি কালচারাল একাডেমি হলরুমে অনুষ্ঠিত বাহাছাসের নবম জাতীয় সম্মেলনে তারা নির্বাচিত হন।

দিনব্যাপী এই দ্বিবার্ষিক সম্মেলনের সূচনা হয় সকালেই। উদ্বোধন করেন হাজং জাতিসত্তার বিশিষ্ট লেখক গবেষক মতিলাল হাজং। সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই আমাদের একবিংশ শতাব্দীর প্রেরণা

আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি জিতেন্দ্র হাজং। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশীষ হাজং যুগ্ম সাধারণ সম্পাদক প্রিজম হাজং। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অন্তর হাজং। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্গাপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

আলোচনা সভায় অন্যানের মধ্যে বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরদিন্দু সরকার স্বপন হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং সাধারণ সম্পাদক নয়ন হাজং, হাজং যুব সংগঠনের সভাপতি বিপুল হাজং, নারী নেত্রী সন্ধ্যা রানী হাজং  মানবাধিকারকর্মী রিপন চন্দ্র বানাই প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে হাজং শিল্পীরা নিজেদের সংস্কৃতি তুলে ধরে নৃত্য সংগীত পরিবেশন করেন।

ঝিরিতে কাঁকড়া ধরতে গিয়ে আদিবাসী কিশোরী ধর্ষিত

 


বান্দরবানের কুহালং ইউনিয়নের বাকীছড়া বটতলীপাড়ায় রাতে ঝিরিতে কাঁকড়া ধরতে গিয়ে ম্রো জনগোষ্ঠীর এক আদিবাসী কিশোরী (১২) ধর্ষণের শিকার হয়েছে। শনিবার ( জুন) রাতে কুহালং ইউনিয়নের বাকীছড়া এলাকায় ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত সন্দেহে একই জনগোষ্ঠীর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক মেনয়া ম্রো (৪০) কুহালং ইউনিয়নের বাকীছড়া বটতলী গোদার পাড় এলাকার বাসিন্দা।

শিশুটির মা গণমাধ্যমকে জানান, “শনিবার সন্ধ্যায় দুই শিশুকে নিয়ে মেনয়া ম্রো ঝিরিতে কাঁকড়া ধরতে যান। কাঁকড়া খুঁজতে গিয়ে রাত হয়ে যায়। তখন মেনয়া বাড়ি থেকে অনেক দূরে এসেছি বলে দুই শিশুকে টংঘরে ঘুমিয়ে সকালে বাড়ি ফেরার কথা বলেন।’’

গভীর রাতে মেনয়া এক শিশুকে ধর্ষণ করেন। সময় শিশুটি চিৎকার করে রাতেই বাড়িতে রক্তাক্ত অবস্থায় ফিরে আসে। জিজ্ঞাসা করা হলে সে বলে, ‘মেনয়া তাকে ধর্ষণ করেছে।পরে পাড়ার লোকজন মিলে ভোরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) দিলীপ চৌধুরী জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তাৎক্ষণিক স্থানীয় কয়েকজন যুবকের রক্ত সংগ্রহ করে শিশুটিকে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছে।

অস্ত্রোপচারের পর তিনি বলেন, “শিশুটির পায়ুপথ ও জরায়ুর ভেতরে ও বাইরে ৯০ ভাগ কাটাছেঁড়া পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ধর্ষণের শিকার হয়েছে। যদি ধর্ষণ না হয়, তাহলে শিশুটির স্পর্শকাতর স্থানে এতটা ক্ষত হওয়ার কোনও কারণ নেই।

বান্দরবান থানার উপপরিদর্শক (এসআই) আবু নাছের বলেন, কিশোরী ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে এবং চিকিৎসকদের কাছ থেকে পাওয়া তথ্যে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হচ্ছে।

 

বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন

 


বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের কেন্দ্রীয় সম্মেলন ও দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ (৬ জুন) শুক্রবার, খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনস্টিটিউট হল রুমে এ কাউন্সিল হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সমাজ সেবক মাচাং দীনময় রোয়াজা ও গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ দীপা ত্রিপুরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের উপদেষ্টা মাচাং রামেন্দ্র লাল ত্রিপুরা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ৪ নং লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাচাং ভূমীধর রোয়াজা, কার্বারি এসোসিয়েশনের সভাপতি মাচাং রনিক ত্রিপুরা, মাচাং প্রার্থনা কুমার ত্রিপুরা, ত্রিপুরা শ্রমিক সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাচাং উপামোহন ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীনময় রোয়াজা বলেন, ‘‘যুব সংসদ সহ ত্রিপুরাদের  সকল সামাজিক সংগঠন একে অপরের সাথে কাজ করতে কোন ধরনের সাংঘর্ষিক হবে না বলে আমি মনে করি। কারণ এ সংগঠনগুলো একেকটির লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে কাজ করতে পারলে জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে।’’

এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

ডাঃ দীপা ত্রিপুরা বলেন, ‘‘আমরা হচ্ছি এখন ঝড়াপাতার মতো। আর তরুণ যুব সমাজ হচ্ছে তেজোদীপ্ত। তাদের শক্তি ও মনোবলকে জাতির পেছনে শ্রম দিয়ে কাজ করতে হবে। তখন জাতি হিসেবে এগিয়ে যেতে পারবো।’’

দ্বিতীয় অধিবেশনে প্রথম কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে মাচাং রুপক ত্রিপুরাকে সভাপতি ও মাচাং সাগর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা রামেন্দ্র লাল ত্রিপুরা। নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) মাচাং তনয় ত্রিপুরা।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা শেষ হয়।

আগামী ১৩ জুন বাহাছাস’র জাতীয় ছাত্র সম্মেলন

 


আগামী ১৩ জুন (শুক্রবার) বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের (বাহাছাস) নবম জাতীয় ছাত্র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশীষ হাজং সূত্রে এই তথ্য জানা গেছে।  

নেত্রকোনা দুর্গাপুরের বিরিশিরি কালচারাল একাডেমি প্রাঙ্গণে হবে এই সম্মেলন। বাহাছাসের এবারের জাতীয় ছাত্র সম্মেলনের মূলসুর ‘কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই আমাদের একবিংশ শতাব্দীর প্রেরণা’। সম্মেলনের উদ্বোধন করবেন বিশিষ্ট হাজং লেখক ও গবেষক মতিলাল হাজং।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জিতেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা রয়েছে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাভিদ রেজওয়ানুল কবীরের। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাহাছাসের প্রতিষ্ঠাতা শরদিন্দু সরকার স্বপন হাজং, দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, বাংলাদেশ আদিবাসী ফোরামের কার্যনির্বাহী সদস্য রিপন চন্দ্র বানাই, বাংলাদেশ হাজং যুব সংগঠনের সভাপতি বিপুল হাজং প্রমুখ উপস্থিত থাকবেন।

বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের অধিকার আদায় সহ নিজস্ব জাতিত্ববোধ লালন করা কিছু শিক্ষিত তরুণ-তরুণীদের দ্বারা ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস)। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি হাজং জাতিসত্তার আত্মপরিচয়, অধিকার আদায় ও সংস্কৃতি রক্ষার লড়াইয়ে কাজ করে চলেছে।

মেক্সিকোর প্রধান বিচারপতির নির্বাচনী দৌড়ে এগিয়ে আদিবাসী প্রার্থী

 

হুগো আগুইলার। ছবি: রয়টার্স

মেক্সিকোর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৌড়ে এগিয়ে রয়েছেন একজন আদিবাসী প্রার্থী। তিনি বিশিষ্ট অধিকারকর্মী সাবেক জাপাতিস্তা উপদেষ্টা হুগো আগুইলার। এই পদে সাধারণত অভিজাত শ্রেণির আইনজ্ঞদেরই স্থান হয়ে থাকে।

মেক্সিকো সিটি থেকে এএফপি জানায়, রোববার দেশটির বিচার বিভাগে নজিরবিহীনভাবে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো জনগণের ভোটে সব বিচারপতি নির্বাচিত হন। ধরনের নির্বাচন বিশ্বের আর কোনো দেশে চালু নেই।

জাতীয় নির্বাচনী প্রতিষ্ঠান (আইএনই) জানায়, সুপ্রিম কোর্টের বিচারপতির পদের জন্য ৯৬ শতাংশ ভোট গণনা শেষে মিক্সটেক আদিবাসী গোষ্ঠীর সদস্য হুগো আগুইলার সর্বোচ্চ ভোট পেয়েছেন।

নির্বাচনি প্রচারে আগুইলার বলেন, ‘এবার আমাদের সময়।তিনি আদিবাসী জনগোষ্ঠীরবর্জন অবহেলারবিরুদ্ধে সোচ্চার হন।

মেক্সিকোর প্রায় ২০ শতাংশ মানুষ নিজেদের আদিবাসী বলে পরিচয় দেন। আদিবাসী পটভূমি থেকে সুপ্রিম কোর্টে আগেই এসেছেন বেনিতো জুয়ারেজমেক্সিকোর প্রথম আদিবাসী প্রেসিডেন্ট, যিনি ১৮৫৭-৫৮ সালে দেশটির সর্বোচ্চ আদালতের নেতৃত্ব দিয়েছিলেন।

সাংবিধানিক আইন বিশেষজ্ঞ আগুইলার প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের মোরেনা দলের সদস্য লেনিয়া বাত্রেসের চেয়ে অল্প ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

আইএনআই প্রেসিডেন্ট গুয়াদালুপে তাদেই জানান, 'সাংবিধানিক সংস্কারে এটা স্পষ্ট বলা হয়েছে, যে প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন, তিনিই প্রথম দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট হবেন।'

তবে এর আগেই প্রেসিডেন্ট শেইনবাউম ইঙ্গিত দিয়েছিলেন, ভোটের ফলের বাইরেওনারী প্রতিনিধিত্বের নীতিরকারণে একজন নারীও এই পদে মনোনীত হতে পারেন।

হুগো আগুইলার ১৯৯৪ সালে সশস্ত্র অভ্যুত্থানের পর জাপাতিস্তা গেরিলা গোষ্ঠীর সঙ্গে সরকারের আলোচনায় আইনি উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদরের শাসনামলে তিনি আদিবাসী জনগণের জাতীয় ইনস্টিটিউটে কাজ করেছেন।  

© all rights reserved - Janajatir Kantho