কন্যা সন্তানের বাবা হলেন যাদু রিছিল

 


আদিবাসী জাতিগোষ্ঠীর জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী যাদু রিছিল ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা হয়েছেন। 

আজ বিষয়টি নিশ্চিত করে ফেইসবুকে যাদু রিছিল লিখেছেন, ‘চিগ্রিং সেইস হ্যালো টু এভরিওয়ান’। এসময় মেয়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন তিনি। মেয়ের নাম রেখেছেন চিগ্রিং।  

জানা গেছে, মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। 

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে টাঙ্গাইলের মধুপুরে শ্রীমঙ্গলের স্নিগ্ধা থিগীদির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন যাদু রিছিল। এতে দুইপক্ষের বন্ধু-স্বজন ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho