বাগাছাসের কেন্দ্রীয় সভাপতি অনিক, সাধারণ সম্পাদক লিয়ন

 


বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে অনিক রেমা সাধারণ সম্পাদক হিসেবে লিয়ন রিছিল নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর), ময়মনসিংহ নগরের ভাটিকাশরে অবস্থিত ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির ৪০তম সম্মেলন কাউন্সিলে তারা নির্বাচিত হন।

কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক হিসেবে সানি রাংসা নির্বাচিত হয়েছেন।

এরআগে শুক্রবার বাগাছাসের জাতীয় সম্মেলন ও কাউন্সিল শুরু হয়। এতে সারাদেশের গারো ছাত্রছাত্রীরা অংশ নেয়। দুইদিনব্যাপী অনুষ্ঠিত জাতীয় গারো ছাত্র সম্মেলন কাউন্সিলের উদ্বোধন করেন সমাজসেবায় স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক অরণ্য . চিরান। এতে প্রধান অতিথি হিসেবে বিপুল কান্তি সাংমা (পল্টু), স্পেশাল গেস্ট হিসেবে অঞ্জলী জেংচাম উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাগাছাস কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি প্রভাষক অঞ্জন ম্রং, জেফিরাজ দোলন কুবি, রঞ্জিত নকরেক, পিন্টু দিও, শ্যামল মানখিন, লিংকন দিব্রা প্রমুখ উপস্থিত ছিলেন।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাগাছাসের সাবেক কেন্দ্রীয় সংসদের সভাপতি প্রভাষক অঞ্জন ম্রং। পরে তিনি নির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ শেষে উপস্থিত সাবেক নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানান। অনিক-লিয়নের নেতৃত্বে বাগাছাস নতুন উদ্যমে সামনে এগিয়ে যাবে বলেই তারা প্রত্যাশা করছেন। 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho