জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

উচ্ছেদে ‘জিনিসপত্র সরাতেও সময় দেয়া হয়নি’ আদিবাসীদের, এখন আশ্রয় বাঁশঝাড়ে

 


রাজশাহীতে কোল আদিবাসী জাতিগোষ্ঠীর পাঁচটি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। গত সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে উচ্ছেদের ঘটনা ঘটে। উচ্ছেদের পর তারা একটি বাঁশঝাড়ের নিচে আশ্রয় নিয়েছেন এবং সেখানেই রাতযাপন করছেন। এসব পরিবারের সদস্যসংখ্যা ১৫ থেকে ২০ জন।

এক্সকাভেটরের আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে ঘরবাড়ি। দেখে মনে হবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি বাড়ি। ছাউনির টিনগুলো দুমড়েমুচড়ে পড়ে আছে। বাড়ির লোকেরা সরাতে পারেনি কোনো জিনিসপত্র, এমনকি রান্নাঘরের ভাত-তরকারিও।

জিমাইলের দাদা সনাতন সরেন দাদি রুমালী হাসদা গণমাধ্যমকে বলেন, ‘রান্নাঘরে ভাত-তরকারি রান্না করা ছিল। হাতে-পায়ে ধরে জিনিসপত্র সরানোর জন্য আধঘণ্টা সময় চেয়েছিলাম। বলেছিলাম, জমির দাম দিয়ে দেবো, উচ্ছেদ করিয়েন না। কিন্তু কথা শোনেনি।

রুমালী হাসদা জানান, তাদের পাঁচটি পরিবার খাসজমি মনে করে ২৫ বছর ধরে সেখানে বাস করছিল। এর মধ্যে ওই জমি নিজেদের দাবি করে নজরুল ইসলাম আলমগীর তাদের আত্মীয়স্বজন মিলে কয়েকজন আদালতে মামলা করেন।

রুমালী হাসদার দাবি, আদালতের একতরফা রায়ে তাদের উচ্ছেদ করা হয়েছে। বিষয়ে কোনো নোটিশও দেওয়া হয়নি। তিনি বলেন, ‘একটি জিনিসও বাহির করতে দিল না। জিনিস সরাইবার লাইগ্যা দুঘণ্টা সময় চাহিয়্যাছিনু। তা- দিলেন না।


উচ্ছেদ অভিযানে আসা রাজশাহী জেলা জজ আদালতের প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া আদালতের নাজির বিশ্বজিৎ ঘোষ জানান, গোদাগাড়ী সহকারী জজ আদালতে দায়ের করা মামলায় উচ্ছেদের আদেশ দেন গোদাগাড়ী সহকারী জজ আদালতের বিচারক। মামলার বাদী আলমগীর কবির দিং বিবাদী সোনা দিং (সনাতন সরেন) উচ্ছেদ অভিযানের সময় নাসির উদ্দিন নামে এক আইনজীবী, গোদাগাড়ী থানার উপপরিদর্শক আবুল কালাম উপস্থিত ছিলেন।

বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘বাড়িঘর ভাঙার আগে আমরা ভুক্তভোগীদের বলেছিলাম, বাদীর সঙ্গে সমঝোতা করে সময় নেওয়ার জন্য। কিন্তু বাদী রাজি না হওয়ায় আমরা আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাদীকে দখল বুঝিয়ে দিয়েছি।

মামলার বাদীদের একজন আলমগীর কবির বলেন, ‘আদালতের উচ্ছেদ আদেশ পেয়ে আমি তাদের সঙ্গে যোগাযোগ করে বলেছি, তারা নিজেরা যেন বাড়িঘর ভেঙে নিয়ে সরে যান। কিন্তু তারা সেটা মানেননি।

জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহম্মেদ বলেন, উচ্ছেদের বিষয়টি আমাকে জানানো হয়নি। আদালতের নির্দেশে উচ্ছেদ হয়েছে শুনেছি। শোনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলেছি, তাদের থাকার ব্যবস্থা করতে।

রাজধানীর তেজগাঁও চার্চের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

 


রাজধানীর ফার্মগেটে অবস্থিত তেজগাঁও চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে খিষ্টার্ন ধর্মালম্বীদের উপাসনালয় তেজগাঁও চার্চের প্রধান ফটকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়াও গেইটের সামনে অবিস্ফোরিত আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিস্পোজাল ইউনিট অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করে।

প্রত্যক্ষদর্শী চার্চের নিরাপত্তাকর্মী শ্রী ফারুক হাসদা গণমাধ্যমকে বলেন, রাত নয়টার দিকে আমার ডিউটি শুরু হওয়ার সময় চার্চের গেটের বাইরে দুটি মোটরসাইকেল দেখতে পাই। পরে রাত ১০টার দিকে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের পর গেইটের বাইরে বেরিয়ে দেখি মোটরসাইকেল দুটিতে মোট চারজন লোক দ্রুত স্টেশন রোডের দিকে চলে যাচ্ছে।

তিনি আরও বলেন, মোটরসাইকেল দুটি যেখানে দাঁড়ানো ছিল সেখানেই অবিস্ফোরিত দুটি ককটেল মিষ্টির প্যাকেটে করে পড়ে ছিল। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে।

তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হান্নান বলেন, রাত ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত দুটি ককটেল বিস্ফোরণের করে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট এসে অবিস্ফোরিত ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।

তিনি আরও বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

গারো স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি

 




ময়মনসিংহের হালুয়াঘাটে নবম শ্রেণির এক গারো আদিবাসী ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আদিবাসী ছাত্র যুব সংগঠনসমূহের ব্যানারে সমাবেশ হয়।

সমাবেশে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা বলেন, ‘পাহাড়ের ঘটনার শিথিল হতে না হতেই ময়মনসিংহের হালুয়াঘাটের এক গারো কিশোরীকে ধর্ষণ করা হল। আদিবাসী মানুষের প্রতি রাষ্ট্রের দ্বিচারিতা কিংবা বিমাতাসুলভ আচরণ রয়েছে, এগুলো দিন দিন আমাদের হতাশ করে তুলছে।

বাগাছাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্যাট্রিক চিসিম বলেন, ‘বর্তমানে বাংলাদেশে লাগাতার ধর্ষণের চর্চা চলছে। এই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল। সেখানে রাষ্ট্রের যে বিচারহীনতা, বিচারহীন সংস্কৃতি সেটার বহাল রাখার চেষ্টা করা হয়েছে। পাহাড়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই সমতলের গারো কিশোরীকে ধর্ষণের শিকার হতে হল। আদিবাসীদের মানুষদের সুরক্ষা দিতে সরকার যে ব্যর্থ এই ঘটনাগুলো সেটির প্রতিফলন।

বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য অনন্যা দ্রং বলেন, ‘যে জায়গায় গারো তরুণী ধর্ষণের শিকার সেই জায়গা আমার অতি পরিচিত। ছোটকাল থেকেই সেই জায়গা দিয়ে আমি হেঁটে এসেছি। অপরাধীদের আমি দেখে এসেছি। আজ হঠাৎ তারা অপরিচিত হয়ে গেল। তার কারণ দীর্ঘদিনের বিচারহীন সংস্কৃতি। এই সংস্কৃতির পরিবর্তন দরকার।

বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সভাপতি অলিক মৃ বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের আদিবাসী নারীরা এই দেশে জন্মেছেন একমাত্র ধর্ষণের শিকার হবার জন্য। একটি ঘটনার সুরাহা হতে না হতেই যে ঘটনা ঘটানো হল আমি এজন্য ধিক্কার জানাই।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি ম্যাথিউ চিরান বলেন, ‘আদিবাসীদের উপর ঘটে যাওয়া নিপীড়নের বিচার চেয়ে আমরা বারবার রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি। গত এক মাস ধরে শাহবাগের রাজপথে এসে দাঁড়িয়েছি। আমার বোনের সম্ভ্রহানির সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছি। কিন্তু এখন আর প্রতিবাদের সময় নয়, এখন সময় প্রতিরোধের।’

এছাড়াও বিক্ষোভ সমাবেশে পিসিপি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শান্তিময় চাকমার সঞ্চালনায় সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিকোলাস চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের নারী বিষয়ক সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা, গাসু কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক জানকি চিসিম প্রমুখ বক্তব্য রাখেন।  

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর হালুয়াঘাটে পূজা দেখতে বেরিয়ে এক গারো কিশোরী ধর্ষণের শিকার হন। উপজেলার ২ নং যুগলী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান আসামি ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার ধারা আশ্রমপাড়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত আবুল বাশারকে (২৫) গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে জুগলি ইউনিয়নের নয়াপাগা গ্রাম থেকে গ্রেপ্তার হন তাঁর সহযোগী মিলন মিয়া (২১)।

© all rights reserved - Janajatir Kantho