গাইবান্ধার
গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুরপাড়ায় অবস্থিত শহীদ শ্যামল-মঙ্গল-রমেশ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়
ও এর সংলগ্ন খেলার মাঠ দখলমুক্তের দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার (৪ অক্টোবর)
দুপুরে গাইবান্ধা জেলা শহরের নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে গাইবান্ধার আদিবাসী
বাঙালি সংহতি পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
এতে
ফুটবল হাতে খেলার মাঠ দখলমুক্তের দাবি জানায় শিক্ষার্থীরা।
প্রতিবাদ
সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম
বাবু। এতে বক্তব্য দেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন
বাসকে, গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, গাইবান্ধা
জেলা বারের সদস্য অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, লুইস
মুরমু, নমিতা টুডু, শিক্ষক প্রিসিলা মুরমু, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস,
অভিভাবক প্রদীপ টুডু, শারমিন মার্ডি, অলিভিয়া হেবরম প্রমুখ।
এসময়
বক্তারা বলেন, স্থানীয় আদিবাসী ও হিতৈষী ব্যক্তিদের উদ্যোগে পুনঃপ্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি
শিশুদের শিক্ষা ও খেলাধুলার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে শাপমারা
ইউনিয়নের মাদারপুর গ্রামের আতাউর রহমান সাবু ও আব্দুর রউফ বাবু মেম্বার বিদ্যালয় ও
সংলগ্ন মাঠ দখলের অপচেষ্টা চালাচ্ছেন।
অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ,
ভূমিদস্যুরা শুধু মাঠ দখলের চেষ্টাই করছে না, বরং স্কুলের আসবাবপত্র ও টিনের বেড়া নষ্ট
করেছে, খেলার সময় গোলবার ভেঙে দিয়েছে, এমনকি শিক্ষকদের হুমকি ও অপমানও করেছে। বিদ্যালয়ের
পাশে থাকা পুকুরের মাছচাষের আয় বিদ্যালয়ের তহবিলে ব্যবহৃত হলেও সাবু ও বাবু চাঁদা দাবি
করছেন এবং জমিতে ফসল চাষে বাধা দিচ্ছেন।
বক্তারা অবিলম্বে দখলচেষ্টা
বন্ধ ও বিদ্যালয় ও মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
এসব বিষয় গত ২৪ সেপ্টেম্বর
স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীরা গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
বরাবর লিখিতভাবে অবহিত করেছেন। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা
নেওয়া হয়নি।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন