চাকমা, মারমা, চাটগাইয়া ও বাংলা ভাষায় চাকসু সদস্যপ্রার্থীর অভিনব প্রচারণা

 


আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অভিনব কৌশলে প্রচারণা চালিয়ে আলোচনায় এসেছেন মীর সুমাইয়া আহমেদ লায়লা নামের এক প্রার্থী। তিনি চাকসুর নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন।

সমাজতত্ত্ব বিভাগের (২০-২১ সেশন) শিক্ষার্থী মীর সুমাইয়া আহমেদ লায়লা। তিনি ক্যাম্পাসে লায়লা এল ফাউলি নামেও পরিচিত। চাকসু নির্বাচনে তিনি তার নির্বাচনী প্রচারণার জন্য ছাপিয়েছেন চার ভাষার প্রচারপত্রচাকমা, মারমা, চাটগাইয়া বাংলা। প্রচারপত্রের সামনের অংশে চার ভাষায় অভ্যর্থনাবার্তা, আর পেছনে ইশতেহার ওয়েবসাইটের কিউআর কোড সংযোজন করা হয়েছে।

চবি শিক্ষার্থীরা এমন অভিনব প্রচারণার প্রশংসা করেছেন। শিক্ষার্থীরা বলছেন, মীর সুমাইয়ার এই উদ্যোগ শুধু নির্বাচনী কৌশল নয়, বরং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাষাগত বৈচিত্র্য অন্তর্ভুক্তির উদাহরণ হিসেবে ইতিবাচক বার্তা দিয়েছে। অনেকেই তার এমন কৌশলের ভূয়সী প্রশংসা করেছেন।

লায়লা বলেন, ‘আমাদের ক্যাম্পাসে নানা ভাষাভাষী শিক্ষার্থী আছেন। তাই সবাইকে কাছে টানতেই এই উদ্যোগ নিয়েছি। একজনের প্রাথমিক পরামর্শ থেকেই ধারণাটি পাই, পরে নিজের মতো করে সেটি পূর্ণ করি।

ভাষা নির্বাচনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘চবিতে চাকমা মারমা শিক্ষার্থী তুলনামূলকভাবে বেশি। আবার চাটগাইয়া ভাষাভাষীও অনেক। তাই তিনটি ভাষা রেখেছি, আর বাংলা তো আমাদের মাতৃভাষা।

প্রচারপত্রের নকশাটিও তিনি নিজেই করেছেন বলে জানান লায়লা। তিনি বলেন, ‘স্ট্রাকচারটি হাতে এঁকেছিলাম, পরে কম্পিউটারে কাজটি করেছেন আসেম আল ইমতিয়াজ ভাই। ছাপাখানায় তিন দিন দৌড়াদৌড়ি করতে হয়েছে।

নির্বাচিত হলে তার পরিকল্পনা সম্পর্কে লায়লা বলেন, ‘লাইব্রেরি ক্যাফেটেরিয়া সংস্কার, এ্যাডু মেউল (edu mail) চালু, পরিষ্কার ওয়াশরুম, চক্রাকার বাস বাস শিডিউল বিষয়ে কাজ করতে চাই। নির্বাহী সদস্য হিসেবে এসব বিষয়ক সম্পাদকদের সঙ্গে সমন্বয় করে কাজ করব।’ 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho