চুনিয়াতে তিনদিনব্যাপী ওয়ানগালা উৎসব

 


টাঙ্গাইল মধুপুরের শালবন পরিবেষ্টিত চুনিয়া গ্রামে তিনদিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চুনিয়া বনানী আচিক (গারো সাংস্কৃতিক) ক্লাব মাঠে ঘরোয়া পরিবেশে এই উৎসব পর্ব শুরু হয়। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে।

এই ওয়ানগালার আয়োজক থকবিরিম চুনিয়াগ্রি। আয়োজক কমিটির প্রধান কবি লেখক মিঠুন রাকসাম। নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধান দিতেই এই উৎসবের আয়োজন বলে জানিয়েছেন তিনি।  

জানা গেছে, গারোদের আদি সংস্কৃতি চর্চার প্রবনতা বৃদ্ধি ও উৎসাহিত করতেই এই ওয়ানগালার আয়োজন করেছে থকবিরিম। তিনদিনব্যাপী আয়োজিত এই উৎসবে চুনিয়া ছাড়াও আশেপাশের গ্রামের গারো জনগোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকেও সংস্কৃতিজনেরা উৎসবে সামিল হয়েছেন।     

সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে উৎসবে আজিয়া, রে রে, দামা দক্কা, আদুরি শিক্কা, চাম্বিল মেশা, গ্রিকা প্রতিযোগিতা রেখেছেন আয়োজকেরা। প্রতিযোগিতায় বিজয়ীরা নগদ টাকা ও মেডেল পাবেন। এছাড়াও অংশগ্রহণকারীদেরও নগদ টাকা পুরস্কার দেয়া হবে।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho