‘আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে পৃথক অধিদফতর করা হবে’

 


জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন ২০৩০ উল্লেখিত আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের ভাষা, সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখতে সরকারিভাবে পৃথক অধিদফতর গঠন করা হবে।  

বৃহস্পতিবার ময়মনসিংহ তারেক স্মৃতি মিলনায়তনে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৩৬তম বার্ষিক সাধারণ সভা কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেনবাংলাদেশে বসবাসকারী সকল জাতিগোষ্ঠী যাতে নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম সংস্কৃতি চর্চা করতে পারে সেজন্য বিএনপি সর্বাত্মকভাবে চেষ্টা চালাবে। পাশাপাশি সকল জাতিগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের জন্য অধিকতর সুবিধা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে বিএনপির এই নেতা আরও বলেন, একটি মহল বিএনপি সর্ম্পকে অপপ্রচার করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের মাধ্যমে সকল জাতিগোষ্ঠীর স্বীকৃতি প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন শুধুমাত্র ভাষা বা ধর্মের ভিত্তিতে কোন জাতি গড়ে উঠতে পারে না। 

বিএনপি বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল মানুষের উন্নয়ন কল্যাণে কাজ করে এবং তাদের আকাঙ্ক্ষা ধারণ করে। তিনি সকল জনজাতিকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সুবাস বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল স্বর্ণকান্ত হাজং প্রমুখ বক্তব্য রাখেন।

কয়রার আদিবাসী শিক্ষার্থীদের বৃত্তি ও বাইসাইকেল প্রদান

 


খুলনার কয়রার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপকরণ সামগ্রী ও বৃত্তির চেক বিতরণ করা হয়।

আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আদিবাসী সন্তানদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

এ সময় কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মণ, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, আদিবাসী নেতা বলয় কৃষ্ণ মুন্ডা প্রমুখ উপস্থিত ছিলেন।

মালবাহী ট্রলি উল্টে ঝরল আদিবাসী তরুণের প্রাণ

 


রাঙামাটির লংগদুতে মালবাহী ট্রলি উল্টে বিজয় চাকমা (২১) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বগাচতর ইউনিয়নের কাঠালতলী হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ট্রলির ড্রাইভার আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিজয় চাকমা মাহিল্যা এলাকার গৌরাঙ্গ চাকমার ছেলে। জীবিকার তাগিদে গাড়িতে হেলপার হিসেবে কাজ করতো। বুধবার রাত নয়টায় মালামাল নিয়ে আসার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ দিকে ড্রাইভার সাগর (২৮) বগাচতর ইউনিয়নের ঠেকাপাড়া এলাকার সেকান্দর আলীর ছেলে। তিনিও গুরুতর অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব জানান, মরদেহ ময়নাতদন্ত না করার জন্য নিহতের পরিবারের পক্ষ হতে আবেদন করা হয়েছে। তাই অপমৃত্যুর কারণে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

‘আদিবাসীরা নিজগৃহ থেকে শুরু করে সকল জায়গাতেই অনিরাপদ’

 


মুজিবের আমল থেকে শুরু করে আজকের ক্ষমতাবানরা কেউই আদিবাসীদেরকে মানুষ বলে স্বীকৃতি দেয়নি। নিজের দেশে তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে। তারা উদ্বাস্তুর মতো জীবনযাপন করে। তারা নিজ গৃহ থেকে সকল জায়গাতেই অনিরাপদ বলে মন্তব্য করেছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাবি শাখার সভাপতি ফুয়াদ রাতুল।

বুধবার ( মে) বিকেল সাড়ে পাঁচটায় বান্দরবানে গৃহবধূ চিংমা খিয়াংকে গণধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী ধর্ষকদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।

ফুয়াদ রাতুল আরও বলেন, গত মাসের ১৮ এপ্রিল কাউখালীতে এক মার্মা তরুণীকে ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তীতে খুন করা হয়েছে। যার বিচার এখন পর্যন্ত হয়নি। আমরা কার কাছে বিচার চাইবো? আজকে কত ঘন্টা পার হয়ে গিয়েছে এখন পর্যন্ত কাউকে ধরা (গ্রেফতার) হয়নি। সেখানকার অফিসার ইনচার্জ (ওসি) বলেছেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বিষয়টি দেখবেন। কিন্তু আমরা জানি, কিছুই হবে না।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাবি শাখার সাধারণ সম্পাদক শামীম ত্রিপুরা বলেন, আপনারা এই ধর্ষণ কেন্দ্রীক ঘটনা দেখলে বুঝতে পারবেন, এটি শুধু একটি ধর্ষণ নয়, এটি জাতিগত নিপীড়ন। পার্বত্য চট্টগ্রামের সেনাশাসন এবং তাদের দোসরদের দ্বারা পাহাড়কে করে রাখা হয়েছে উন্মুক্ত কারাগারের মতোন। এই কারাগারে তারা পাহাড়ি মানুষের ভাবভঙ্গি চিড়িয়াখানার নিরীহ প্রাণীদের মত ভাবভঙ্গিতে পরিণত করে রেখেছে এবং তারা সেটা উপভোগ করে।

তিনি আরও বলেন, পাহাড়ে জুম চাষ করতে যাওয়া এক পাহাড়ি নারীকে গণধর্ষণের পর পাথর দিয়ে তার মাথা থেঁতলে দিয়ে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে তারা৷ সারা দেশে নারীর প্রতি যে বিদ্বেষভাব, সেটি পাহাড় হতে শুরু হয়েছে বলে আমরা মনে করি।

উল্লেখ্য, গত সোমবার (৫ মে) বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মংখয় পাড়ায় (খিয়াং পাড়া) তিন সন্তানের জননী চিংমা খিয়াং (২৯) নামের একজন জুম্ম নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা, পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় আদিবাসী সহ অন্যান্য প্রগতিশীল সংগঠনগুলো প্রতিবাদ সমাবেশ করছেন। 

প্রকাশিত হল সুবর্ণা পলি দ্রং’র প্রথম কাব্যগ্রন্থ

 


প্রকাশিত হল গারো জাতিসত্তার লিখিয়ে সুবর্ণা পলি দ্রং এর কবিতার বই পরিযায়ী পাখি। এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। বইটির প্রকাশনী থকবিরিম।

থকবিরিম প্রকাশনীর কর্ণধার মিঠুন রাকসাম এক ফেইসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।   

সুবর্ণা পলি দ্রং শৈশব জীবন থেকেই লেখালেখি করেন। প্রথমে তার কবিতা লেখালেখির প্রতি ঝোঁক থাকলেও পরে তিনি ছোটগল্প লেখার দিকে মনোযোগ দেন। এখন পর্যন্ত বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, ছোট কাগজে কবিতা সহ তার লেখা অনেক কিছুই ছাপা হয়েছে।

বুনোফুল তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রথম প্রকাশিত হয়।

বর্তমানে তিনি শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। ইতিমধ্যে তিনি অনেকগুলো দেশ ভ্রমন করেছেন।  

© all rights reserved - Janajatir Kantho