ঋতুপর্ণার আরও উন্নত দেশের উন্নত লীগে খেলা উচিত: পিটার বাটলার

 


মিয়ানমারের বিপক্ষে অসাধারণ দুটি গোল করার পর প্রশংসায় ভাসছেন ঋতুপর্ণা চাকমা। এএফসি উইমেন্স এশিয়া কাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ঋতুর জোড়া গোলেই স্বাগতিক মায়ানমারকে হারিয়েছে বাংলাদেশ।

জোড়া গোলের পর দেশের ক্রীড়াঙ্গনে যেমন আলোচিত হচ্ছেন তেমনি ম্যাচের পর বাংলাদেশের কোচ পিটার বাটলারও ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ। কোচ ঋতুকে আরো উন্নত দেশের উন্নত লীগে খেলা উচিত বলে মনে করেন।   

পিটার বাটলার বলেন, আমি মনে করি ঋতুপর্ণার আরও উচ্চমানের লীগে খেলার সামর্থ্য আছে। দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে নিয়মিত লীগ হয় না। সেজন্য ভুটানে লীগে গিয়ে খেলতে হয়েছে তাকে। তবে তার সৌদি আরব, মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোথাও ভালো মানের লীগে খেলা উচিত। সে চতুর ও সাহসী। আমি বলবো, কঠিন এক মেয়ে। এখনো তরুণ। তার সামনে সম্ভাবনার বিশাল এক জগৎ খোলা আছে। আমি চাই সে সামনে আরো এগিয়ে যাক। আরও বড় পর্যায়ে খেলুক। কারণ সে এটারই যোগ্য।

পিটার বাটলার আরও বলেন, অসম্ভব প্রতিভাবান একজন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। সে বরাবরই তার প্রতিভার ঝলক দেখিয়ে যাচ্ছে। মায়ানমারের মত দলের বিপক্ষে দুটি গোল করা সহজ কোন ব্যাপার না। এই কঠিন কাজটাকে সহজ করে দেখিয়েছে ঋতুপর্ণা।

বুধবার ইয়াঙ্গুনের থুওয়ান্না স্টেডিয়ামে স্বাগতিক মিয়ানমারের জালে বাংলাদেশ নারী দলের হয়ে প্রথম ও দ্বিতীয়ার্ধের গোল দুটি করে ঋতুপর্ণা চাকমা। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। বক্সের বাইরে থেকে ফ্রি কিক নিলে মিয়ানমারের মানবদেয়ালে লাগে। তার বাঁ পায়ের ফিরতি শটে গোল প্রথম লিড নেয় বাংলাদেশ। তিনি পরের গোলটি করেন ৭১ মিনিটে। যেটি বাংলাদেশের কপালে এঁকে দেয় বিজয়ের তিলক। 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho