কয়রার আদিবাসী শিক্ষার্থীদের বৃত্তি ও বাইসাইকেল প্রদান

 


খুলনার কয়রার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপকরণ সামগ্রী ও বৃত্তির চেক বিতরণ করা হয়।

আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আদিবাসী সন্তানদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।

এ সময় কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মণ, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, আদিবাসী নেতা বলয় কৃষ্ণ মুন্ডা প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho