প্রকাশিত হল গারো জাতিসত্তার
লিখিয়ে সুবর্ণা পলি দ্রং এর কবিতার বই পরিযায়ী পাখি। এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। বইটির
প্রকাশনী থকবিরিম।
থকবিরিম প্রকাশনীর কর্ণধার
মিঠুন রাকসাম এক ফেইসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
সুবর্ণা পলি দ্রং শৈশব জীবন থেকেই লেখালেখি করেন। প্রথমে তার কবিতা লেখালেখির প্রতি ঝোঁক থাকলেও পরে তিনি ছোটগল্প লেখার দিকে মনোযোগ দেন। এখন পর্যন্ত বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, ছোট কাগজে কবিতা সহ তার লেখা অনেক কিছুই ছাপা হয়েছে।
বুনোফুল তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রথম প্রকাশিত হয়।
বর্তমানে তিনি শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। ইতিমধ্যে তিনি অনেকগুলো দেশ ভ্রমন করেছেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন