মুক্তিযুদ্ধে চাকমাদের স্টেক নেই—বলা সেই জুমা ডাকসুতে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচিত

 


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফাতেমা তাসনিম জুমা। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে লড়াই করেছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে জয়লাভ করেন।

ফাতেমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১০,৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিজয়ী হবার পর ফাতেমা তাসনিম জুমা এই বিজয়কে সবার জয় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন হিজাবীর। এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার।

সোশ্যাল মিডিয়ায় জুমা লিখেন, যে পরীক্ষায় অবতীর্ণ করেছো, তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের। তিনি এই বিজয়কে কোনো ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না, বরং এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত বিজয় হিসেবে ব্যাখ্যা করেছেন।

এরআগে, মুক্তিযুদ্ধে চাকমাদের কোনো স্টেক নেইমন্তব্য করে ব্যাপক আলোচিত হয়েছিলেন তাসনিম জুমা। তাঁর এই মন্তব্য মুক্তিযুদ্ধে আদিবাসী জাতিগোষ্ঠীর যে অবদান ছিল তাদের জন্য চরম অবমাননাকর বলে মন্তব্য করেন প্রগতিশীলদের অনেকেই।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho