সরকারিভাবে চাকমা হরফ ও ভাষা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যটির রাজধানী আগরতলায় ককবরক’সহ অন্যান্য জনজাতির ভাষা
উন্নয়ন অধিকর্তার অফিসের কনফারেন্স হলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নর্থ ইস্ট টুডের খবর।
সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী
রতন লাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা সহ চাকমা ভাষা বিশেষজ্ঞরা।
সিদ্ধান্ত অনুসারে এখন থেকে ককবরক ও মণিপুরী ভাষার মত রাজ্যটিতে প্রতিবছর ৭ আগস্ট চাকমা হরফ ও ভাষা দিবস পালিত
হবে। চাকমা ভাষা এডভাইজরি কমিটির তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিয়ে মন্ত্রী রতন লাল
নাথ সংবাদমাধ্যমকে বলেন, বেসরকারি হিসেব মতে বর্তমানে ত্রিপুরায় ১ লক্ষ ২৫ হাজার চাকমা
জাতিগোষ্ঠীর মানুষ রয়েছেন। তাদের ভাষার উন্নয়নের জন্য জাতীয় স্তরের একটি সেমিনার করার
পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন,
বর্তমান সরকার চাকমা ভাষা নিয়ে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা তা এই ভাষার উন্নতির ক্ষেত্রে
সাহায্য করবে।
ত্রিপুরা রাজ্যের ১৯টি জনজাতির
মধ্যে চাকমা অন্যতম। রাজ্যটির বিভিন্ন জেলায় চাকমা জাতিগোষ্ঠীর মানুষেরা ছড়িয়ে ছিটিয়ে
রয়েছেন। তাদের নিজস্ব ভাষা এমনকি লিখিত হরফও আছে। চাকমা জনজাতির ভাষা, সংস্কৃতিকে সমৃদ্ধ
ও সংরক্ষণের লক্ষ্যে চাকমা ভাষা এডভাইজরি কমিটিও গঠন করা হয়েছে।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন