ময়মনসিংহে আদিবাসী তরুণীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— আবিদুল ইসলাম আবিদ (১৯) ও তাওহিদুর রহমান লিমন।
গত সোমবার রাত ১২টার দিকে নগরীর ভাটিকাশর মিশন স্কুল রোডের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
জানা গেছে, ওই ভাড়া বাসায় ছয়জন আদিবাসী নারী শিক্ষার্থী থাকেন, যারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিংয়ের ইন্টার্নি করছেন। বাসার দ্বিতীয় তলায় থাকতেন কয়েকজন ছেলে শিক্ষার্থী। সোমবার রাত ৮টার দিকে দ্বিতীয় তলার দুই শিক্ষার্থী আবিদ ও লিমন তৃতীয় তলার ছাদে উঠে বাথরুমের ফাঁক দিয়ে মোবাইলে গোসলের ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেয়ে ওই নারী শিক্ষার্থী চিৎকার দিলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় সহপাঠীরা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মোবাইল জব্দ করে এবং তাতে ভিডিওর প্রমাণ পায়।
ভুক্তভোগী নারী শিক্ষার্থী জানান, ঘটনার আগে ছাদে না উঠতে তাদের সতর্ক করা হয়েছিল। আমরা আতঙ্কে আছি—আগেও হয়তো ভিডিও ধারণ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতে পারে। মামলা না করতে হুমকিও দেওয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি আমরা সঠিক বিচারের দাবি করছি।
বাসার মালিক আসমাউল হুসনা বলেন, ছেলেরা না বুঝে মোবাইলে ভিডিও ধারণ করেছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছাড়েনি। কিন্তু মামলা দিয়ে জেলে পাঠানোয় ওরা তো নিজেকে সংশোধন করার সুযোগ পেল না।
কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জরুরি নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক ও মোবাইল জব্দ করে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন