সংসদে আদিবাসী জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি

 


জাতীয় সংসদে নারী, ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনকে অন্তর্ভুক্তি অংশগ্রহণমূলক করতে হবে। সমতলের আদিবাসীদের জন্য জাতীয় সংসদে আলাদা আসন রাখা যেতে পারে।

রোববার সকালে নওগাঁ শহরের বইপট্টি এলাকায় একটি রেস্তোরাঁ কমিউনিটি সেন্টারের মিলনায়তনে আয়োজিতজেলা পর্যায়ের সংলাপ: অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশাশীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠানের আয়োজন করে অ্যাকশনএইড বাংলাদেশের সুশীল প্রকল্পের অধীন বরেন্দ্র উন্নয়ন সংস্থা (বিডিও)

গোলটেবিল বৈঠকে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান (রিপন) বলেন, ‘অনেকে বলছেন, নারীদের জন্য সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমি মনে করি, আলোচনা সাপেক্ষে বাস্তবতা বিবেচনায় নিয়ে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নারীদের জন্য সরাসরি নির্বাচনের ব্যবস্থা করলে দেশের জন্য মঙ্গলজনক হলে সেটি বাস্তবায়ন করা যেতেই পারে।

জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার সেক্রেটারি আবু সায়েম বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অন্তর্ভুক্তি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হবে। অনেক ধরনের পিআর পদ্ধতির চর্চা হয়ে থাকে। দেশের জন্য যেই পদ্ধতি ভালো, সেটিকেই গ্রহণ করা যেতে পারে। কিন্তু বিষয়টি আলোচনাতেই আনা হচ্ছে না। পিআর পদ্ধতির বিষয়টি আলোচনায় এনে এই পদ্ধতির যেগুলো নেগেটিভ দিক আছে, সেগুলো বাদ দিয়ে ভালো দিকগুলো নিয়ে এই পদ্ধতি বাস্তবায়ন করা যেতে পারে।’

জামায়াত নেতা আবু সায়েম আরো বলেন, ‘সংসদে দেশের সব জনগোষ্ঠীর মানুষের কণ্ঠ যাতে থাকে সেটি নিশ্চিত করতে সংখ্যালঘু  আদিবাসী জাতিগোষ্ঠীদের জন্য আলাদা আসন করতে হবে। আমরা সমাজের সব পক্ষের মানুষের কথা শুনতে চাই।

জাতীয় সংসদে নারীদের অংশগ্রহণের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির নওগাঁ জেলা সমন্বয় কমিটির সদস্য দেওয়ান মাহবুব আল হাসান বলেন, ‘আমি চাই নারীরা সরাসরি নির্বাচন করে আসুক। কারণ, আমি মনে করি, সংরক্ষিত আসনের মাধ্যমে নারী প্রতিনিধিত্ব নির্বাচন করা মানে নারীকে ছোট করা বা হেয় করা।

প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুশীল প্রকল্পের কর্মকর্তা মৌসুমী বিশ্বাস। জেলা সংলাপে আরও বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা বিডিওর নির্বাহী প্রধান আখতার হোসেন, গণফোরামের নওগাঁ জেলা কমিটির সভাপতি বিন আলী পিন্টু, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের নেতা নকুল পাহান প্রমুখ।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho