জাকসু নির্বাচনে এক ভোটে পরাজয় ইগিমি চাকমার

 


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নাট্য সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন ইগিমি চাকমা। আর এই নির্বাচনে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।

নির্বাচনে নাটক নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ইগিমি চাকমা ১৯২৮ ভোট পেয়েছেন। অন্যদিকে, পদে ১৯২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. রুহুল ইসলাম। তিনিও নাটক নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। রুহুল ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নেন। ইগিমি চাকমা ছাত্র ইউনিয়ন (অদ্রি-অর্ক), জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট সম্প্রীতির ঐক্যপ্যানেলের হয়ে নির্বাচনে অংশ নেন।

বিষয়টি নিয়ে ইগিমি চাকমা এক ফেইসবুক পোস্টে জানান, ‘ভাগ্যের দরুণ মাত্র এক ভোটের ব্যবধানে জয় অর্জিত না হলেও আপনাদের হৃদয়ে স্থান করে নিতে পেরেছি এটাই আমার ক্যাম্পাস জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

যোগ করে তিনি আরো বলেন, ‘আগামী দিনে নতুন উদ্যম প্রত্যয়ে আমি আমার করণীয় নিয়ে আপনাদের সামনে ফিরব। আপনাদের আশির্বাদ, দোয়া ভালোবাসায় আমি যেন নিরন্তর আমার দায়িত্ব কাজগুলো করে যেতে পারি এই প্রার্থনা রইল।

বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ইগিমি চাকমা। ক্যাম্পাসে তাঁর অভিনয় নিয়ে খ্যাতি রয়েছে। ইগিমি মঞ্চে আরও নাটক করবে, মঞ্চ দাঁপিয়ে বেড়াবে এমনই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho