কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নে
স্বামীকে মদ খাইয়ে স্ত্রীকে ধর্ষণ ও বাগবিতণ্ডার জেরে স্ত্রীর সামনেই স্বামীকে হত্যার
অভিযোগ উঠেছে বিরেল চাকমা (৫৫) নামের একজনের বিরুদ্ধে। শনিবার রাতে
ইউনিয়নের উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা
উদ্ধার করা হয়। খুনের শিকার ব্যক্তি রঞ্জন চাকমা ও ঘাতক বিরেল চাকমার বাড়ি রাঙ্গামাটি
জেলায়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে উত্তরণ
আবাসিক এলাকায় বসবাস করে আসছিলেন বিরেল চাকমা। কক্সবাজারের একজনের কাছে পাওনা টাকা
আদায়ের জন্য রঞ্জন চাকমা ও তার স্ত্রী বিরেল চাকমার বাড়িতে ওঠে। এরপর থেকে রঞ্জন চাকমার
স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল বিরেল চাকমা।
গতরাতে বিরেল চাকমা ও রঞ্জন
চাকমা একসাথে মদ্যপান করতে বসে। মদ্যপ অবস্থায় বীরেন চাকমা রঞ্জন চাকমার স্ত্রীকে
পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। রঞ্জন চাকমা তখন মদ্যপান করে ঘুমিয়ে ছিলেন। পরে
তার স্ত্রী এবং অভিযুক্ত ব্যক্তি ধস্তাধস্তি করলে রঞ্জন ঘুম থেকে উঠে তার স্ত্রীকে
বাঁচাতে এগিয়ে গেলে বিরেল তাকে ছুরি দিয়ে গলায় ও মাথায় আঘাত করে।
হত্যার পর ব্যাগ নিয়ে পালাচ্ছিলেন
বিরেল। রক্তমাখা হাত দেখে স্থানীয়রা তাকে আটক করে। এরপর তারা বাড়িতে গিয়ে রক্তাক্ত
রঞ্জনের মরদেহ পড়ে থাকতে দেখেন এবং তাদের কাছে বিরেল হত্যার কথা স্বীকার করেন।
পরে স্থানীয়রা পুলিশকে খবর
দিলে পুলিশ এসে তাকে আটক করে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন