বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সেরা গোলকিপার মিতুল মারমা

 


বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন মিতুল মারমা। গতকাল (১৩ সেপ্টেম্বর) বাফুফে ভবনে ফেডারেশন কাপের অনুষ্ঠানের আয়োজন করেছিল বাফুফে। সেখানেই ঘোষণা করা হয় বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ২০২৪–২৫ মৌসুমের সেরা মৌসুমের সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারের নাম।

আবাহনীর গোলকিপার মিতুল মারমা ছাড়াও সেরা খেলোয়াড় হয়েছেন সুলেমানে দিয়াবাতে, সেরা কোচ আলফাজ আহমেদ। তাঁরা দুজনই ছিলেন শিরোপাজয়ী মোহামেডান দলে।

সূত্র বলছে, বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠানে তাঁদের নাম জানানো হয়। একই অনুষ্ঠানে দেওয়া হয় পুরস্কারও। তবে দিয়াবাতে ও মিতুল অনুষ্ঠানে ছিলেন না।

গত মৌসুমটা ভালো যায়নি ঢাকা আবাহনীর। অনেকটা ছন্নছাড়া হয়ে দল গোছায় তারা। ছিল না বিদেশি খেলোয়াড়ও। সেই দলটাও টুর্নামেন্টের তৃতীয় হয়েছিল। তার পেছনে বড় অবদান ছিল গোলরক্ষক মিতুল মারমার। বিশ্বস্ত হাতে তিনি আবাহনীর গোলবার সামলেছেন। সেটার পুরস্কার হিসেবে সেরা গোলরক্ষকের পুরস্কার ওঠেছে মিতুলের হাতে।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho