দিনাজপুর জেলা জাতীয় আদিবাসী পরিষদের কমিটি গঠন

 


জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলার কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব হলরুমে সংগঠনটির জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।   

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বাসন্তী মুর্মুর সভাপতিত্বে শিবলাল টুডুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি বিচিত্রা তির্কী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক টুনু ধরংপুর, বাসদ দিনাজপুর জেলা সমন্বয়ক কিবরিয়া হোসেন প্রমুখ।

বর্ধিত সভায় দিনাজপুর জেলার সকল উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন

সভায় বক্তারা বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন মন্ত্রনালয় গঠন করতে হবে। কান্তনগর মোড়ে তেভাগা সিধু-কানুর মূর্তি পুনরায় নির্মাণ করতে হবে। সারা দেশে আদিবাসী উপর সকল ধরণের নির্যাতন বন্ধ, ভূমি দখল, হত্যার সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

পরে সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে শিবানী উরাও, সাধারণ সম্পাদক হিসেবে শিবলাল টুডু ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রাণী হাঁসদা নির্বাচিত হন। গঠিত কমিটির মেয়াদ তিন বছর। 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho