মেঘালয়ের ডেপুটি স্পিকার হতে চলেছেন লিমিসন ডি সাংমা

 


বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের মেঘালয় রাজ্যের ডেপুটি স্পিকার হতে চলেছেন পশ্চিম গারো হিলস জেলার রাকসাঙ্গরে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত ন্যাশনাল পিপলস পার্টির বিধায়ক লিমিসন ডি সাংমা। আগামী ১২ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিনি এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। ইন্ডিয়া টুডে নর্থ ইস্টের খবর।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) লিমিসন সাংমা তাঁর মনোনয়নপত্র জমা দেন। তাঁর প্রার্থিতা প্রস্তাব করেন মন্ত্রিসভার দুই সদস্য মারকুইস এন মারাক এটিএ মণ্ডল।

বিধানসভার স্পিকার থমাস সাংমা সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত শুধু একটি মনোনয়ন জমা পড়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। যদি কেউ প্রত্যাহার না করেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে ডেপুটি স্পিকার পদে তাঁর নির্বাচনের ঘোষণা করব।

এরআগে, রাজ্যের রেসুবেলপাড়া কেন্দ্রের এনপিপি বিধায়ক টিমোথি ডি শিরা পদত্যাগ করার পর এই পদটি খালি হয়। জানা গেছে, দলীয় হাইকমান্ডের নির্দেশেই তিনি পদত্যাগ করেন।

ডেপুটি স্পিকার পদের জন্য লিমিসন ডি সাংমার সম্ভাব্য নির্বাচনে দলের মধ্যে কোনো বিরোধ নেই বলেই মনে করা হচ্ছে। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই ধারণা করছেন রাজ্যটির রাজনৈতিক বিশ্লেষকরা।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho