বলা
হয়ে থাকে—অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে সব জয় করা সম্ভব। ঠিক তেমনি শত প্রতিকূলতা,
প্রান্তিকতা, বঞ্চনা ও দুর্গমতা সত্ত্বেও মেধা পরিশ্রমের সমন্বয়ে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন ইয়াপাও ম্রো। এর মাধ্যমে তিনি রীতিমত ইতিহাস গড়েছেন।
ইয়াপাও ম্রো জনগোষ্ঠীর প্রথম নারী শিক্ষার্থী যিনি ঢাবিতে ভর্তির সুযোগ পেলেন।
বান্দরবানের
থানছি উপজেলার ম্রো আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার্থী ইয়াপাও ম্রো। তিনি এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের
‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১১২৫তম স্থান অর্জন করেছেন।
ইয়াপাও
ম্রোর এই সাফল্যে তাঁর এলাকা ও আদিবাসী কমিউনিটির মধ্যে আনন্দ বইছে। অনেকে বলছেন, পার্বত্য
চট্টগ্রাম অঞ্চল থেকে উঠে আসা ইয়াপাও এর এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়; এটি তাঁর পুরো
জনগোষ্ঠীর জন্য এক ঐতিহাসিক অর্জন। যেখানে এখনো মানসম্মত শিক্ষা ও অবকাঠামোর সুযোগ
সীমিত, সেখানে তাঁর এই অর্জন প্রমাণ করে—সংগ্রাম আর সুযোগ এক হলে অসম্ভব বলে কিছু থাকে
না।
অভিনন্দন
জানিয়ে ধর্মরাজ নামের একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পার্বত্য চট্টগ্রামের ম্রো জনগোষ্ঠী
থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সু্যোগ পাওয়া প্রথম নারী শিক্ষার্থী! এগিয়ে যাক প্লুং
এর ভবিষ্যতেরা।
শিক্ষানুরাগীরা
বলছেন, ইয়াপাও ম্রো’র এই সাফল্য অন্যান্য নারী ম্রো শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা
হয়ে থাকবে।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন