আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে খাগড়াছড়িতে পথসভা
করেছেন মারমা ঐক্য পরিষদের নেতাকর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে
জেলা শহরের সরকারি কলেজ মাঠ থেকে এ পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এইদিন
দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিশাল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক
প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন উপজেলা থেকে মারমা জাতিগোষ্ঠীর
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন।
পথসভায়
২৯৮ নং খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া
উপস্থিত ছিলেন। এ সময় তিনি খাগড়াছড়ি জেলার উন্নয়নের কাজ করতে ধানের শীষে ভোট প্রার্থনা
করেন।
ওয়াদুদ
ভুঁইয়া বলেন,
বিএনপি ক্ষমতায় গেলে, মারমা
জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করবে। বিশেষত যারা পিছিয়ে রয়েছে, তাদের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।
এ
ছাড়া প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান করার কথা বলেছেন বিএনপির
এই প্রার্থী।
পথসভায়
খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি কংচাইরী মাস্টারের সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র
সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ
সম্পাদক এম এন আবছার এবং যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেনসহ মারমা জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা
বক্তব্য দেন।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন