খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত
দিয়ে ৮১ ভারতীয় নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়
ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ভোরে মাটিরাঙ্গা, রামগড়
ও পানছড়ি উপজেলার সীমান্তে এসব ঘটনা ঘটে। এর মধ্যে মাটিরাঙার গোমতীর শান্তিপুর সীমান্ত
দিয়ে ২৭ জন, আচালং এলাকায় ২৩ জন, পানছড়ির লোগাং দিয়ে ৩০ জন এবং রামগড় সীমান্ত দিয়ে
একজনকে পুশ ইন করা হয়।
পুশইন করা ব্যক্তিরা সবাই
ভারতের গুজরাটের মুসলিম সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশু। অনুপ্রবেশকারীদের সংখ্যা আরও
বেশি হবে বলে ধারণা স্থানীয়দের।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক
ব্যক্তিরা জানান, তাঁরা ভারতের গুজরাটের বাসিন্দা। বাংলা ভাষাভাষী হলেও তাঁদের জন্ম
ও বেড়ে ওঠা ভারতে।
সূত্র জানায়, ভারতের সীমান্তরক্ষী
বাহিনী বিএসএফ বিমানযোগে তাদের সীমান্ত এলাকায় নিয়ে এসে বাংলাদেশে প্রবেশ করায়।
১ নম্বর লোগাং ইউনিয়ন পরিষদের
(ইউপি) চেয়ারম্যান জয় কুমার চাকমা বলেন, ভারতীয়দের বাংলাদেশের সীমান্তের ভেতরে অবৈধ
অনুপ্রবেশ বিষয়ে শুনেছি। দুর্গম সীমান্ত এলাকা হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে
এ বিষয়ে বিজিবির পাশাপাশি আমরাও সতর্ক আছি।
পানছড়ি ব্যাটালিয়ন ৩ বর্ডার
গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র বলেছে, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক
গোয়েন্দা নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক আছেন বিজিবি সদস্যরা।
তবে পুশইনের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন