অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা

 


ভূটানের পর এবার অস্ট্রেলিয়ান ফুটবল লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা। গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।

অস্ট্রেলিয়ান যে ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্ণা; সেটির নাম আপাতত প্রকাশ করছে না বাফুফে। তবে সেটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল প্রিমিয়ার লিগ উইমেনসের একটি ক্লাব। যারা খেলে দেশের নারী ফুটবলের তৃতীয় টায়ারে।

তবে প্রস্তাবনা পেলেও অস্ট্রেলিয়ায় ঋতুপর্ণা চাকমার খেলা অনেক কিছুর উপর নির্ভর করছে। এশিয়া ইউরোপের বেশ টি দেশের ক্লাবের সঙ্গে নারীদের খেলা নিয়েও আলোচনা করছে ফুটবল ফেডারেশন।

এশিয়ান কাপ আগামী বছর মার্চে হবে অস্ট্রেলিয়াতে। তার আগে এই লিগে ঋতুপর্ণা পাশাপাশি আরো অনেক নারী ফুটবলার খেলতে পারলে তা খেলোয়াড়দের জন্য ভালো বিষয় হয়ে উঠবে।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho