ফেডারেশন কাপ টেবিল টেনিসে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন খই খই মারমা। সোনম সুলতানা সোমাকে হারিয়ে শিরোপা জিতেছেন এই পাহাড়ী কন্যা।
সোমবার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ইভেন্টের ফাইনাল খেলা হয়। ফাইনালে খই খই জিতেছেন ৩-২ সেটে।
ফাইনালে ১১-৪ পয়েন্টে প্রথম সেটে জিতে এগিয়ে যান খই খই। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সোমা জিতে নেন ১১-৯ ব্যবধানে। তৃতীয় সেটে ১১-৪ পয়েন্টে জিতে ফের এগিয়ে যান খই খই। চতুর্থ সেট ১১-৯ ব্যবধানে জিতে ম্যাচের ভাগ্য পঞ্চম সেটে টেনে নিয়ে যান অভিজ্ঞ সোমা। সেখানে অবশ্য লড়াই খুব একটা জমেনি। ১১-৭ পয়েন্টে জিতে শিরোপা নিজের করে নেন খই খই।
বর্তমান জাতীয় র্যাংকিংয়ে খই খই তৃতীয় বাছাই। সোমা ছিলেন দ্বিতীয় বাছাই।
অভিজ্ঞ সোমাকে হারানোর আত্মবিশ্বাস কোথায় পেলেন এই প্রশ্নের উত্তরে খই খই বলেন, আসলে আমার সেমিফাইনাল ছিল মৌয়ের সাথে, সে এখন বাংলাদেশের এক নাম্বার। তো ওনার সাথে জিতে আমার আত্মবিশ্বাস বেড়েছিল, মনে হচ্ছিল যে আমি ফাইনালে ভালো খেলতে পারব। তো আমি এই আত্মবিশ্বাস নিয়ে নেমেছিলাম যে, যতটুকু পারি চেষ্টা করব। আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। জয়ী হতে পেরেছি; ভালো লাগছে।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন