জাতীয় ক্রীড়া পরিষদের প্রথম নারী পরিচালক হলেন লাবনী চাকমা

 


জাতীয় ক্রীড়া পরিষদের প্রথম নারী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা লাবনী চাকমা। আজ বৃহস্পতিবার নতুন কর্মস্থলে যোগ দিলে তাকে স্বাগত জানান পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

এরআগে লাবনী চাকমা  পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (বিপিপিএ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে উপসচিব (সংযুক্ত) ছিলেন।

রাঙ্গামাটি সদর উপজেলার লাবনী চাকমা ব্যক্তি জীবনে এক ছেলে এক মেয়ের মা।

নতুন কর্মস্থলে যোগদানের প্রতিক্রিয়ায় লাবনী চাকমা বলেন, ‘যখন আমাকে এখানে পদায়ন করা হয়, তখন মনে হয়েছিল ক্রীড়াঙ্গন সম্পর্কে আমার কিছুই তো খোঁজখবর রাখা হয় না, গিয়ে কীভাবে কাজ করবো এমন একটা টেনশন ছিল। তারপরও আমি খুব আনন্দিত খেলাধুলা নিয়ে কাজ করার সুযোগ পেয়ে।

 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho