বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) কেন্দ্রীয় নির্বাহী সংসদের আংশিক কমিটি ঘোষণার প্রায় দুই মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৬৪ সদস্যের এই কমিটিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাগাছাসের নেতা-কর্মীরা স্থান পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে বাগাছাস কেন্দ্রীয় সংসদের অফিসিয়াল ফেইসবুক পেজে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে বাগাছাস কেন্দ্রীয় সংসদের সভাপতি অনন্য অনিক রেমা ও সাধারণ সম্পাদক লিয়ন রিছিল স্বাক্ষর করেছেন।
বাগাছাস
কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে এক নম্বর সহ-সভাপতি করা হয়েছে অর্ক ডেনিশ ধ্রুব
সাংমাকে। এছাড়াও আনসেং দালবৎ, অতি দ্রুত সাংমা, তেনজিং দিব্রা, রনি আজিম, শুমলা রিছিল
সহ-সভাপতি হয়েছেন।
যুগ্ম
সাধারণ সম্পাদক পদে তীর্থ রুরাম, রনি চিরান, মিলিংটন মানখিন, তিথি দিও, শিমন রিছিল
ও সহ-সাংগঠনিক হিসেবে রয়েছেন চাংকি চিছাম, অক্ষয় হাগিদক, সান চাম্বুগং, পিতি নকরেক
ও বিপ্লব রেমা।
গত
বছরের ১৭ ও ১৮ অক্টোবর ময়মনসিংহের ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবন অডিটোরিয়ামে
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কেন্দ্রীয় সংসদের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক অঞ্জন ম্রং। সহকারী নির্বাচন কমিশনার
হিসেবে ছিলেন রঞ্জিত নকরেক, শ্যামল মানখিন, লিংকন ডিব্রা ও অনুপ হাদিমা।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন