ভারতের মেঘালয়ের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী ও লোকসভার ১১তম স্পিকার পূর্ণ আগিদক (পিএ) সাংমার স্মৃতিকে তুলে ধরে দিল্লিতে তার নামে সড়ক নামকরণের প্রস্তাব করেছেন কনরাড সাংমা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠককালে তিনি এ প্রস্তাব করেন। এসময় বৈঠকে তিনি মেঘালয় রাজ্যের চারটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- আলাদা অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডার, খাসিয়া ও গারো ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্তি, ইনার লাইন পারমিট বা আইএলপি কার্যকর করা।
তবে শুধু দাবির পরিসরে সীমাবদ্ধ না থেকে এ বৈঠককে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে বিজেপির উত্তর-পূর্বাঞ্চল নিয়ে কৌশলগত সতর্কতার অংশ হিসেবেও দেখা হচ্ছে।
মুখ্যমন্ত্রী সাংমা স্পষ্ট করেছেন যে, যৌথ আসাম-মেঘালয় ক্যাডার রাজ্যের জন্য কার্যকর নয়। আলাদা ক্যাডার থাকলে রাজ্যের জন্য নির্দিষ্ট আমলা পাওয়া যাবে, যা প্রশাসনিক কাজে দক্ষতা আনবে।
পাশাপাশি তিনি জোর দিয়েছেন খাসিয়া ও গারো ভাষার সাংবিধানিক স্বীকৃতির ওপর। তার মতে, সাংস্কৃতিক পরিচয় রক্ষা ও মর্যাদা বৃদ্ধির জন্য এ স্বীকৃতি জরুরি।
তিনি আরও বলেছেন, বিধানসভা ইতোমধ্যেই এ প্রস্তাব পাস করেছে এবং কেন্দ্রের কাছে বারবার অনুরোধ করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ দাবিগুলোর মধ্য দিয়ে স্পষ্ট যে উত্তর-পূর্বে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় রক্ষায় চাপ বাড়ছে। একইসঙ্গে বিজেপিও এ অঞ্চলে নিজের প্রভাব বজায় রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে। ফলে অমিত শাহ–কনরাড সাংমা বৈঠককে কেবল একটি রাজ্যভিত্তিক আলোচনা হিসেবে নয়, বরং উত্তর-পূর্বে কেন্দ্রীয় রাজনীতির নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন