দিল্লীতে পিএ সাংমার নামে সড়ক নামকরণের প্রস্তাব

 


ভারতের মেঘালয়ের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী লোকসভার ১১তম স্পিকার পূর্ণ আগিদক (পিএ) সাংমার স্মৃতিকে তুলে ধরে দিল্লিতে তার নামে সড়ক নামকরণের প্রস্তাব করেছেন কনরাড সাংমা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠককালে তিনি প্রস্তাব করেন। এসময় বৈঠকে তিনি মেঘালয় রাজ্যের চারটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে- আলাদা অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডার, খাসিয়া গারো ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্তি, ইনার লাইন পারমিট বা আইএলপি কার্যকর করা

তবে শুধু দাবির পরিসরে সীমাবদ্ধ না থেকে বৈঠককে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে বিজেপির উত্তর-পূর্বাঞ্চল নিয়ে কৌশলগত সতর্কতার অংশ হিসেবেও দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী সাংমা স্পষ্ট করেছেন যে, যৌথ আসাম-মেঘালয় ক্যাডার রাজ্যের জন্য কার্যকর নয়। আলাদা ক্যাডার থাকলে রাজ্যের জন্য নির্দিষ্ট আমলা পাওয়া যাবে, যা প্রশাসনিক কাজে দক্ষতা আনবে।

পাশাপাশি তিনি জোর দিয়েছেন খাসিয়া গারো ভাষার সাংবিধানিক স্বীকৃতির ওপর। তার মতে, সাংস্কৃতিক পরিচয় রক্ষা মর্যাদা বৃদ্ধির জন্য স্বীকৃতি জরুরি।

তিনি আরও বলেছেন, বিধানসভা ইতোমধ্যেই প্রস্তাব পাস করেছে এবং কেন্দ্রের কাছে বারবার অনুরোধ করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দাবিগুলোর মধ্য দিয়ে স্পষ্ট যে উত্তর-পূর্বে রাজনৈতিক সাংস্কৃতিক পরিচয় রক্ষায় চাপ বাড়ছে। একইসঙ্গে বিজেপিও অঞ্চলে নিজের প্রভাব বজায় রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে। ফলে অমিত শাহকনরাড সাংমা বৈঠককে কেবল একটি রাজ্যভিত্তিক আলোচনা হিসেবে নয়, বরং উত্তর-পূর্বে কেন্দ্রীয় রাজনীতির নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho