![]() |
এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র থেকে উল্লেখ্যযোগ্যসংখ্যক আদিবাসী প্রার্থী হয়েছেন। তাদের অনেকেই সম্পাদক, সদস্যপ্রার্থী। অন্যান্য প্রার্থীদের মত আদিবাসী শিক্ষার্থীরাও নজর কেড়েছেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনে এনেছে ভিন্ন মাত্রা। ভোটারদের মধ্যে তাদের অংশগ্রহণ নিয়ে দেখা যাচ্ছে ইতিবাচক মনোভাব।
এমন ভিন্নধর্মী অংশগ্রহণই শিক্ষার্থীদের প্রত্যাশা। তারা বলছেন, আমরা এমন ডাকসু নির্বাচনই চাই। যেখানে যে কেউ তার পছন্দ অনুযায়ী যেকোনো পদে লড়তে পারবেন। নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে থাকবে না কোনো ভেদাভেদ; ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে পারবেন নিজ ইচ্ছানুযায়ী।
১০টি প্যানেলে ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কয়েকজন আদিবাসী প্রার্থী রয়েছেন। বিভিন্ন প্যানেলে আদিবাসী প্রার্থীদের পরিসংখ্যান—
১. উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যে’র প্যানেলে পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়ছেন সুর্মী চাকমা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। এছাড়াও, সদস্য পদে লড়ছেন সংখ্যালঘু জনগোষ্ঠীর শিক্ষার্থী ববি বিশ্বাস ও অর্ক বড়ুয়া।
২. গণতান্ত্রিক ছাত্রজোটের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লড়বেন লিটন ত্রিপুরা। এছাড়াও সদস্য পদে আছেন পৃথিং মারমা ও হেমা চাকমা।
৩. ছাত্রদলের প্যানেলে ক্রীড়া সম্পাদক পদে লড়বেন চিম চিম্যা চাকমা।
৪. ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলে সদস্য পদে লড়বেন সর্ব মিত্র চাকমা। এই প্যানেলে নেই সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো প্রার্থী।
বাকি ছয়টি প্যানেলে নেই কোনো আদিবাসী প্রার্থী। প্যানেলগুলো হলো- বামদের একাংশের সমন্বয়ে গঠিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’। ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’। ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’। মাহিন সরকারের নেতৃত্বে গঠিত ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’। গণতান্ত্রিক ছাত্রসংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ ও সর্বশেষ ঘোষিত ‘সম্মিলিত ছাত্র ঐক্য’।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন