শতবর্ষের আলোকচিত্রে বান্দরবানের ইতিহাস


‘নিজ চোখে, নিজ ভূমিতে’ শিরোনামে দৃকের আয়োজনে বান্দরবানে অনুষ্ঠিত হচ্ছে চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পেয়েছে বান্দরবানের কয়েকজন আলোকচিত্রীর তোলা ১৯০৯ সাল থেকে ২০১০ সালের দুর্লভ কিছু ছবি।

মঙ্গলবার (১৩ মে) শহরের রাজার মাঠে বিকাল চারটায় প্রদর্শনীটি দৃকের প্রতিষ্ঠাতা, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম উদ্বোধন করেন।

বাংলাদেশের আলোকচিত্রের বিস্মৃত ইতিহাস নিয়ে ২০১৭ সালে ‘দৃক পিকচার লাইব্রেরি’ একটি গবেষণার উদ্যোগ নেয়। এই গবেষণার ক্ষেত্র হিসেবে সমতলের কয়েকটি জেলার পাশাপাশি তিন পার্বত্য জেলাকে বেছে নেয়া হয়। এর ধারাবাহিকতায় এ পর্যায়ে বান্দরবানে আলোকচিত্র শিল্পের ইতিহাস, আলোকচিত্রের গল্প ও আদিবাসী আলোকচিত্রীদের সংগ্রাম ও জীবন তুলে ধরার চেষ্টা করেছে দৃক।

আলোকচিত্র শিল্প ও ক্যামেরা প্রযুক্তির সাথে আদিবাসী জনগোষ্ঠীর সম্পর্ক নিয়ে মৌখিক ইতিহাস সংগ্রহ করেছে গবেষক দল।

বাংলাদেশের আলোকচিত্রের বিস্মৃত ইতিহাস সংরক্ষণের তাগিদ থেকে বান্দরবানের দুর্লভ সব ছবি নিয়ে গবেষণা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে দৃক।

প্রদর্শনীতে জেলার ৮ জন আদিবাসী আলোকচিত্রীর কাজ স্থান পেয়েছে। তারা হলেন মংঙোয়ে প্রু, বুদ্ধজ্যোতি চাকমা, চ থুই প্রু মারমা, নু শৈ প্রু, চিন্ময় মুরং, চিংশোয়েপ্রু (বাচিং), মং শৈ ম্রাই ও মংবোওয়াচিং মারমা।

উদ্বোধনের পরদিন ১৪মে থেকে প্রত্যেক দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho