স্বাস্থ্যসেবায় অবদান: জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন এনা মানখিনের

 


এনা মানখিন। কাজ করছেন ময়নসিংহের হালুয়াঘাট উপজেলার পরিবার কল্যাণ সহকারী হিসেবে। প্রান্তিক সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা সহজে পৌঁছে দিতে অক্লান্ত কাজ করে যাচ্ছেন। যার ফলে গারো জনগোষ্ঠীর এই নারী ইতোমধ্যেই হয়ে উঠেছেন পরিচিত মুখ।

কাজের স্বীকৃতিস্বরূপ গত ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক ময়মনসিংহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি বিভাগীয় পর্যায়েও দ্বিতীয় পুরস্কার লাভ করেন। পরিবার পরিকল্পনা ময়মনসিংহ বিভাগের পরিচালক মোহাম্মদ মতিউর রহমানের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।

এনা মানখিনের বাড়ি হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া গ্রামে। পড়াশোনা করেছেন হালুয়াঘাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজে। পড়শোনা শেষে ২০১৮ সাল থেকে গ্রামের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সচেতনতা ও পরিবার পরিকল্পনার সেবা দিয়ে যাচ্ছেন। ভবিষৎতে সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যেতে চান।  

তিনি মনে করেন, পরিবার পরিকল্পনা শুধু জন্মনিয়ন্ত্রণ নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও নারীর ক্ষমতায়নের সঙ্গেও ওতোপ্রোতভাবে জড়িত। পরিকল্পিত পরিবার গঠন ও স্বাস্থ্য সচেতনতায় তরুণদের সম্পৃক্ত করা জরুরি।

এনা মানখিন ছাড়াও বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বেসরকারি সংস্থা, সূর্যের হাসি ক্লিনিক ও সিবিডি (পরিবার পরিকল্পনা সমিতি) ভিত্তিক মোট ২৮ জন পুরস্কাপ্রাপ্ত হন। পুরস্কার প্রাপ্তদের মাঝে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন।  

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho