খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা

 


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নারী উন্নয়নকর্মী শেফালিকা ত্রিপুরা। মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নিদের্শনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদান করা হল।

এর আগে সোমবার দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, ঘুষের বিনিময়ে শিক্ষক বদলি, ঠিকাদার বিলের ফাইল আটকে রেখে ঘুষ ও দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন।

সেইসঙ্গে অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সকলের সহযোগিতা চেয়েছেন শেফালিকা ত্রিপুরা।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho