ময়মনসিংহে ‘মান্দি মিউজিক ফেস্টিভ্যাল’–এর উদ্বোধন

মান্দি মিউজিক ফেস্টিভ্যাল

ময়মনসিংহে দুইদিনব্যাপী আয়োজিত ‘মান্দি মিউজিক ফেস্টিভ্যাল’–এর উদ্বোধন হয়েছে। আজ শনিবার (১৩ এপ্রিল) বেলা এগারোটায় শহরের কারিতাস অফিস প্রাঙ্গণে আয়োজনের শুভ উদ্বোধন হয়।

উদ্বোধনের আগে গ্রিকার (মান্দি যুদ্ধ নৃত্য) মাধ্যমে অতিথিদের বরণ করে নেন আয়োজনের শিল্পী-কলাকুশলীরা।

এসময় ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পল পনেন কুবি সিএসসি, কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং, জেলা আওয়ামী লীগের সদস্য মৃনাল মুর্মু সাংমা, শিল্পী যাদু রিছিল, ছড়াকার ও ছাত্রনেতা লিয়াং রিছিল প্রমুখ উপস্থিত ছিলেন।

দুইদিনব্যাপী আয়োজিত এ উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ মেঘালয়ের জনপ্রিয় ব্যান্ড দল নকপান্থে। মেঘালয় সহ পুরো ইন্ডিয়াতেই তাদের রয়েছে বিশাল ফ্যানবেজ। ইতোমধ্যেই ব্যান্ড দলটির সদস্যরা ফেস্টিভ্যালে যোগ দিয়েছেন। তারা দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল সন্ধ্যায় পারফর্ম করবেন। 

জানা গেছে, আয়োজনের প্রথমদিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গসেরঙ কম্পিটিশন (মান্দি ছড়া প্রতিযোগিতা); রেরে, সেরেনজিং, আজিয়ার মতো মান্দি লোকগীতি পরিবেশিত হবে। 

এছাড়াও সন্ধ্যায় ব্যান্ড দল দ্য রাবুগা, অন্তু রিছিল, টগর দ্রং, লাক্সমী থিগিদী সহ অনেকেই গান পরিবেশন করবেন।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho