সরকারি বাঙলা কলেজে ‘আদিবাসী ছাত্র কল্যাণ সংগঠন’র আত্মপ্রকাশ

সরকারি বাঙলা কলেজে ‘আদিবাসী ছাত্র কল্যাণ সংগঠন’র আত্মপ্রকাশ
মিরপুরের সরকারি বাঙলা কলেজে ‘আদিবাসী ছাত্র কল্যাণ সংগঠন’ নামের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আজ সোমবার পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, শিক্ষা ও নিজস্ব সংস্কৃতি বিকাশের শপথ নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে।

শিক্ষা প্রতিষ্ঠানটির কয়েকজন সিনিয়র আদিবাসী শিক্ষার্থীর তত্ত্বাবধানে সংগঠনটির ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এতে ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তেনজিং দিব্রা সভাপতি ও ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমেধ চাকমা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে চন্দ্রভেদ চাকমা, সহ-সভাপতি ভুবন বিজয় ত্রিপুরা, সহ-সভাপতি রিপন চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মংশেচিং মারমা, দপ্তর সম্পাদক উষাল ত্রিপুরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ভরণ চাকমা নির্বাচিত হন।

গঠিত কমিটির মেয়াদ এক বছর। 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho