বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে গারো জনগোষ্ঠীর একজনের মৃত্যু

 


শেরপুরের গারো পাহাড়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এফিলিস হাগিদক (৫২) নামের গারো জনগোষ্ঠীর একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টায় ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গজনী গ্রামে ঘটনা ঘটে।

নিহত এফিলিস হাগিদক পেশায় সিএনজি অটোরিকশা চালক গজনী এলাকার সহেন সিমসাং এর ছেলে। 

বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে দশটার দিকে সিএনজি অটোরিকশা চালক এফিলিস হাগিদক তার কাজ শেষে স্থানীয় আরও তিনজনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে গজনী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা বন্য হাতির দল তাদের সামনে পড়ে।

এসময় সাথের তিনজন দৌঁড়ে পালিয়ে গেলেও এফিলিস হাগিদক পালাতে পারেননি। এসময় একটি হাতি তাকে শুড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে সেখানেই তার মৃত্যু হয়।

এরআগে, রাত ৯টায় উপজেলার সীমান্তবর্তী দরবেশতলা এলাকায় ২০-৩০টি বন্য হাতি দল বেঁধে লোকালয়ে নেমে আসে। এসময় এলাকার মানুষ জানমাল রক্ষায় হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করে। সময় আজিজুর রহমান আকাশ নামের একজন হাতির আক্রমনে প্রাণ হারান।

দেড় ঘণ্টার ব্যবধানে হাতির আক্রমণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, রাতে দরবেশতলা এবং গজনী এলাকায় বন্যহাতির আক্রমণে আকাশ এফিলিস হাগিদক নামে দুইজনের মৃত্যু হয়েছে। বিষয়ে থানায় দুটি অপমৃত্যু মামলা হবে।

পার্বত্য চট্টগ্রামকে ‘বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল’ ঘোষণার দাবি

 


পার্বত্য চট্টগ্রামকেবিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চলঘোষণার দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আজ মঙ্গলবার (২০ মে), সকাল ১১টায় চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় মোড়ে তিন যুগ পূর্তিতে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে সংগঠনটি এই দাবি জানায়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত সাতশো নেতাকর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

সমাবেশে পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা বলেন, পাহাড় পাঁচ দশক ধরে সেনা কারাগারে বন্দী এবং সেনা যাঁতাকলে পিষ্ট। বান্দরবানের বমরা এখনো জেলে বন্দী রয়েছে। তথাকথিত ব্যাংক ডাকাতির অভিযোগ এনে যেভাবে সাধারণ বমদের উপর দমন-পীড়ন চলছে তা মানবাধিকার লঙ্ঘন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নেত্রী রিপা মজুমদার বলেন, পাহাড়ের সমস্যাটা মূলত রাজনৈতিক। রাজনৈতিকভাবে সমাধান না করে পাহাড়ে সেনাশাসন জারি রেখেছে। একই সাথে পাহাড়িদের উপর দমন-পীড়ন তাদের ভূমি কেড়ে নিচ্ছে। আমরা পাহাড়ের সেনাশাসনের প্রত্যাহার চাই।

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী রিতা চাকমা বলেন, পাহাড়ের নারীরা আজো নিরাপদ নয়। মুক্ত বিহঙ্গের মতো তারা নিজ জন্মভূমিতে অবাধ চলাফেরা করতে পারছে না। হায়েনার দৃষ্টি সবসময় পাহাড়ি নারীদের উপর রয়েছে। গত কয়েকদিন আগে চিংমা খিয়াংকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। কিন্তু প্রশাসন থেকে দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ চোখে পড়েনি।

গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ রায় বলেন, পাহাড়িদের লড়াই সংগ্রামকে আমরা সমতল থেকে দেখি। আপনাদের (পিসিপি') লড়াই সংগ্রাম দেখে আমরা অনুপ্রাণিত হই। আপনাদের লড়াই সংগ্রাম আত্মত্যাগকে আমরা সম্মান জানাই।

সভাপতি অমল ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণ এক সংকটময় পরিস্থিতি অতিবাহিত করছে। যুগ যুগ ধরে রাষ্ট্রীয় নিপীড়নের যাঁতাকলে পিষ্ট হতে থাকা জনগণকে মুক্ত করতে হলে পাহাড়ে জনমানুষের ঐক্যবদ্ধ হওয়া জরুরী। তাই আসুন, জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি।

এরআগে, পিসিপির তিন যুগ পূর্তির অনুষ্ঠানে সাদা কবুতর উড়িয়ে যৌথভাবে উদ্বোধন করেন শেখ হাসিনা সরকারের আমলে নিহত শহীদ সুনীল ত্রিপুরার পিতা সুকেন্দু ত্রিপুরা, শহীদ তপন চাকমার ছোট বোন তিথি চাকমা, শহীদ লিটন চাকমার ভাই সুজ্যোতি চাকমা, শহীদ জুনান চাকমার মা রূপসী চাকমা রুবেল ত্রিপুরার মা নিরন্তা দেবী ত্রিপুরা। উদ্বোধনের সময় প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড পিসিপির দলীয় সংগীত পরিবেশন করেন।

© all rights reserved - Janajatir Kantho