পাহাড় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পাহাড় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পার্বত্য চট্টগ্রামকে ‘বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল’ ঘোষণার দাবি

 


পার্বত্য চট্টগ্রামকেবিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চলঘোষণার দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) আজ মঙ্গলবার (২০ মে), সকাল ১১টায় চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় মোড়ে তিন যুগ পূর্তিতে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে সংগঠনটি এই দাবি জানায়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত সাতশো নেতাকর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

সমাবেশে পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা বলেন, পাহাড় পাঁচ দশক ধরে সেনা কারাগারে বন্দী এবং সেনা যাঁতাকলে পিষ্ট। বান্দরবানের বমরা এখনো জেলে বন্দী রয়েছে। তথাকথিত ব্যাংক ডাকাতির অভিযোগ এনে যেভাবে সাধারণ বমদের উপর দমন-পীড়ন চলছে তা মানবাধিকার লঙ্ঘন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নেত্রী রিপা মজুমদার বলেন, পাহাড়ের সমস্যাটা মূলত রাজনৈতিক। রাজনৈতিকভাবে সমাধান না করে পাহাড়ে সেনাশাসন জারি রেখেছে। একই সাথে পাহাড়িদের উপর দমন-পীড়ন তাদের ভূমি কেড়ে নিচ্ছে। আমরা পাহাড়ের সেনাশাসনের প্রত্যাহার চাই।

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী রিতা চাকমা বলেন, পাহাড়ের নারীরা আজো নিরাপদ নয়। মুক্ত বিহঙ্গের মতো তারা নিজ জন্মভূমিতে অবাধ চলাফেরা করতে পারছে না। হায়েনার দৃষ্টি সবসময় পাহাড়ি নারীদের উপর রয়েছে। গত কয়েকদিন আগে চিংমা খিয়াংকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। কিন্তু প্রশাসন থেকে দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ চোখে পড়েনি।

গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ রায় বলেন, পাহাড়িদের লড়াই সংগ্রামকে আমরা সমতল থেকে দেখি। আপনাদের (পিসিপি') লড়াই সংগ্রাম দেখে আমরা অনুপ্রাণিত হই। আপনাদের লড়াই সংগ্রাম আত্মত্যাগকে আমরা সম্মান জানাই।

সভাপতি অমল ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণ এক সংকটময় পরিস্থিতি অতিবাহিত করছে। যুগ যুগ ধরে রাষ্ট্রীয় নিপীড়নের যাঁতাকলে পিষ্ট হতে থাকা জনগণকে মুক্ত করতে হলে পাহাড়ে জনমানুষের ঐক্যবদ্ধ হওয়া জরুরী। তাই আসুন, জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি।

এরআগে, পিসিপির তিন যুগ পূর্তির অনুষ্ঠানে সাদা কবুতর উড়িয়ে যৌথভাবে উদ্বোধন করেন শেখ হাসিনা সরকারের আমলে নিহত শহীদ সুনীল ত্রিপুরার পিতা সুকেন্দু ত্রিপুরা, শহীদ তপন চাকমার ছোট বোন তিথি চাকমা, শহীদ লিটন চাকমার ভাই সুজ্যোতি চাকমা, শহীদ জুনান চাকমার মা রূপসী চাকমা রুবেল ত্রিপুরার মা নিরন্তা দেবী ত্রিপুরা। উদ্বোধনের সময় প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড পিসিপির দলীয় সংগীত পরিবেশন করেন।

গাছবোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল ৩ আদিবাসী শ্রমিকের

 

রাঙামাটির বাঘাইছড়িতে গাছবোঝাই গাড়ি উল্টে তিন আদিবাসী নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও দুইজন। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে উপজেলার সীমান্ত সড়কের আর্য্যপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াচান চাকমা (৫০) নেবারন চাকমা (৩২) লেট্টাউদো চাকমা (৪০)। বাঘাইছড়ি উপজেলার বড় কচুছড়ি, বাঘাইছড়ি ইউনিয়নে তাদের প্রত্যেকের বাড়ি।

আহতরা হলেন গাড়িচালক সুমন চাকমা (৩০) ও সহেল চাকমা (৩৫)। আহত দুজন বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্থানীয়রা জানান, কচুছড়ি নামক এলাকা থেকে সেগুন কাঠবোঝাই ট্রাক্টর আর্য্যপুর জিরো পয়েন্ট এলাকায় আসার পথে রাবার বাগান এলাকায় গাড়ি উল্টে যায়। আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সড়কের আর্য্যপুর এলাকায় গাড়ি উল্টে ঘটনাস্থলে ৩ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

নিহতদের লাশ উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা কাজ করছেন।

আদিবাসী নারীকে ধর্ষণের পর হত্যা, চবিতে প্রতিবাদ

 


বান্দরবানে আদিবাসী নারীকে ধর্ষণ শেষে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও ধর্ষকদের বিচারের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা। আজ দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ হয়।

বিশ্ববিদ্যালয়ের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিবেক চাকমার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ১৯-২০ সেশনের শিক্ষার্থী নুখ্যইমং মারমা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সাধারণ আদিবাসী শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল চবি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শৈ মংসাইন মারমা বলেন, ঐতিহাসিক কাল থেকে পাহাড়ের আদিবাসী জনগণ নিপীড়ন অত্যাচারের মধ্যে বেঁচে আছে। বর্তমান বাংলাদেশেও সে প্রক্রিয়া চলমান রয়েছে। তার প্রমাণ গতকাল বান্দরবানে আদিবাসী খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যা করার মতো নৃশংস ঘটনা।

তিনি আরও বলেন, ১৯৯৭ সালে পাহাড়ের সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের লক্ষ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে অপরাধসমূহ বাড়ছে। অতিদ্রুত চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে পাহাড়ি জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার ব্যবস্থা করতে হবে এবং খেয়াং নারী ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের প্রতিনিধি মো. সোহেল রানা বলেন, আমরা জানতে পেরেছি আদিবাসী খিয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। যা একটি বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। পাহাড়ে এ ধরনের ঘটনা নতুন নয়।

সংহতি বক্তব্যে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সোহেল খেয়াং বলেন, পাহাড়ে এ যাবৎ যতগুলা ধর্ষণের ঘটনা ঘটেছে তার কোনোটির সুষ্ঠু বিচার হয়নি। এই বিচারহীনতা অপরাধীদের আরও অপরাধ সংঘটিত করতে উৎসাহিত করছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক।

সমাবেশে সভাপতিত্ব করেন নুখ্যইমং মারমা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রশাসনিক ভবন হয়ে ঘুরে এসে বুদ্ধিজীবী চত্বরে এসে শেষ হয়।

রাবিপ্রবির প্রক্টর হলেন ড. নিখিল চাকমা

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ড. নিখিল চাকমা

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা।

বুধবার (২৪ এপ্রিল) রাবিপ্রবির রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনটি শর্তের পরিপ্রেক্ষিতে আগামী এক বছরের জন্য নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাস থেকে ড. নিখিল চাকমা ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়ে ড. নিখিল চাকমা রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, সবার সাথে সম্মিলিতভাবে কাজ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। রাবিপ্রবিকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী সকলের প্রয়োজন আছে।

নবনিযুক্ত প্রক্টর ড. নিখিল চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ২০২০ সালে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে যোগদান করেন।

© all rights reserved - Janajatir Kantho