নেচে-গেয়ে ওরাওঁ জনজাতির সারহুল উৎসব পালিত

 


নেচে-গেয়ে নওগাঁর পত্নীতলায় পালিত হল ওরাওঁ জনজাতির সারহুল উৎসব। রবিবার (১১মে) দিনব্যাপী ‘হামনিকের সংস্কৃতি, হামনিকের পরিচয়’ এই শ্লোগানকে সামনে রেখে এ উৎসব পালিত হয়।

নওগাঁ জেলা প্রশাসনের সহযোগিতা এবং পত্নীতলা ও নওগাঁ জেলা আদিবাসী সমাজের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ওরাওঁ বিডি কালচার ফোরাম এ উৎসবের আয়োজন করে। এই বর্ষবরণ উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন যোগেন্দ্র নাথ সরকার। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কারিতাস রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড. আরোক টপ্প্য।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সচিব দেবেন্দ্রনাথ উরাঁও, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন। 

সারহুল উৎসবে ওঁরাও জনজাতির মানুষেরা পূজা করেন এবং এই দিনে চাষ করা নিষিদ্ধ। এই উৎসবের একদিন আগে উপবাস করা হয়। তরুণ-তরুণীরা পাশের বন থেকে শাল ফুল সংগ্রহ, কাঁকড়া ও মাছ ধরে থাকেন।

উৎসব উপলক্ষে গ্রামবাসী ঢোল, নাগরা ও মাদল বাজাতে বাজাতে অর্চনা ও শাল গাছের পূজা করেন। শালাই বা শাল গাছের ফুলকে দেবতাদের নিবেদন করা হয়। গ্রামের পুরোহিত-পূজারীরা বর্ষবরণ উপলক্ষে গ্রামের সৌভাগ্যের জন্য শাল ফুল, ফল, সিঁদুর, তিনটি মোরগ গ্রাম দেবতাকে উৎসর্গ করে বলি দেন।

জলের পাত্র রেখে এবং পরের দিন পরের বছরের আবহাওয়ার পূর্বাভাস দেন। গ্রামবাসীদের মধ্যে শাল গাছের ফুল বিতরণ করা হয়। গ্রামবাসী তাদের বাড়িতে পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনায় পূজা করেন এবং তাদের বিভিন্ন খাবার দেন। পূর্বপুরুষদের আত্মাকে খাবার নিবেদন করার পরই তারা খাবার খান। তারপর গান, ঢোল, নাগরা ও মাদলের তালে গ্রামবাসীরা উৎসবে মেতে উঠেন। 

ভুটান লীগে গোল করে জন্মদিন রাঙালেন মারিয়া মান্দা

 


শনিবার (১০ মে) ছিল বাংলাদেশের নারী ফুটবলার মারিয়া মান্দার জন্মদিন। সকাল থেকেই সতীর্থদের কাছ থেকে পেতে থাকেন জন্মদিনের শুভেচ্ছা। বিশেষ এই দিনে মাঠেও নামেন তিনি। আর মাঠে নেমেই গোল করে জন্মদিন রাঙিয়েছেন জাতীয় দলের মিডফিল্ডার।

দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার শুরু হয়েছে ভুটানের নারী ফুটবল লিগ। লিগের প্রথম দিনেই খেলা ছিল থিম্পু সিটির। প্রথম ম্যাচে সানজিদা আক্তারেরা ৪-২ গোলে হারিয়েছে ইউগেন একাডেমিকে। এই ম্যাচে গোল করেছেন মারিয়া মান্দা। জন্মদিনটা ২২ বছর বয়সী এই ফুটবলার রাঙালেন গোলের আনন্দে।

ম্যাচে থিম্পুর হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। শামসুন্নাহারের কর্নার থেকে আসা বল ঠেকানোর চেষ্টা করেও বিপদ দূর করতে পারেননি উগেন গোলরক্ষক। বক্সে মারিয়া ছিলেন সুযোগের অপেক্ষায়। তা কাজে লাগাতে কোনো ভুল করেননি। দারুণ এক হেডে জাল কাঁপান এই মিডফিল্ডার।

ভুটানের লিগে বাংলাদেশের দশ ফুটবলার তিন ক্লাবে খেলছেন। থিম্পু সিটিতে রয়েছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার। পারো এফসিতে বাংলাদেশের সর্বাধিক চার ফুটবলার খেলছেনসাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। ট্রান্সপোর্ট ইউনাইটেডে রয়েছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার।

 

‘অন্তর্বর্তী সরকারের কাছে অনেক আশা করেছিলাম, হতাশ হতে হয়েছে’

 


অন্তর্বতী সরকারের কাছ থেকে আমরা পার্বত্য চট্টগ্রামের জনগণ অনেক কিছু আশা করেছিলাম। আমরা ভেবেছিলাম, অতীতের সব দমন পীড়নের কিছুটা হলেও অবসান হবে এবং এই নতুন বাংলাদেশে আমরা আমাদের অধিকার নিয়ে পার্বত্য চট্টগ্রামে অনেকটা স্বস্তিতে ভালো অবস্থায় থাকতে পারব। কিন্তু হতাশ হতে হয়েছে।  

আজ শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা এসব কথা বলেন।

মাইকেল চাকমা বলেন, ‘২৪ এর গণ-অভ্যুত্থানের পর ১৯ এবং ২০ এপ্রিল রাঙামাটি এবং খাগড়াছড়িতে যেই ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড ঘটেছে এটা কখনো প্রত্যাশিত ছিল না। রাঙামাটি-খাগড়াছড়ির ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি আজ পর্যন্ত যারা সেই হত্যার সঙ্গে জড়িত ছিল, সেই রিপোর্ট প্রকাশ করেনি, আমরা জানতে পারিনি।’

ইউপিডিএফের এই নেতা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জাতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। দীর্ঘ পট পরিক্রমায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ২০২৪ সালের অভ্যুত্থানেও আমাদের দল অংশগ্রহণ করে। আমাদের সংগঠন গঠনের শুরু থেকে অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে।

মাইকেল চাকমার নেতৃত্ব চার সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেনবৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ইউপিডিএফের সদস্য জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও ইউপিডিএফ সদস্য সুনয়ন চাকমা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আলোচনায় ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া।

পহর চাঙমার প্রথম কাব্য সংকলন 'অপাঙক্তেয়' প্রকাশিত

 


তরুণ লেখক কবি পহর চাঙমার কাব্য সংকলনঅপাঙক্তেয়প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার এক ফেইসবুক স্ট্যাটাসে কবি নিজেই এই তথ্য জানিয়েছেন।

পহর চাঙমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে লেখালেখি করেন। অপাঙক্তেয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ। 

বইটি নিয়ে তিনি জানিয়েছেন, স্রোতের মতো বহমান যে বিষয়গুলো সবসময় উপেক্ষিত থেকে গেছে কিংবা দীর্ঘ সময় ধরে বুনো সন্তানের মগজে অনুচ্চারিত থাকা তাড়নার এক ক্ষুদ্র প্রয়াস অপাঙক্তেয়!

বইটি প্রকাশের পর থেকে তাকে শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন। উজ্জ্বল চাক নামের একজন লিখেছেন, আত্মবিকাশের পথচলায়অপাঙক্তেয়হোক সাহস সৌন্দর্যের এক দুর্দান্ত সংযোজন।

এছাড়াও অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন বইটি পড়ার। অপাঙক্তেয় অনলাইন থেকে সংগ্রহ করা যাচ্ছে। বইটির মূল্য ধরা হয়েছে ১৬০ টাকা।

পোপ নির্বাচিত হলেন কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট

 


প্রথম মার্কিন নাগরিক হিসেবে পোপ নির্বাচিত হয়েছেন কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট। নতুন পোপ নির্বাচিত হওয়ায় সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা গেছে।

বৃহস্পতিবার ভ্যাটিকান সিটি থেকে এএফপি জানায়, চ্যাপেলের ভেতর অবস্থানরত ১৩৩ কার্ডিনাল চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন এবং নতুন পোপ নির্বাচিত হয়েছেন। আর এর মাধ্যমে কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচিত হলেন। তিনি পোপ লিও হিসেবে পরিচিত হবেন।  

৬৯ বছর বয়সী রবার্ট প্রেভোস্ট যুক্তরাষ্ট্রের ইলিনয়ের শিকাগোতে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন দক্ষিণ আমেরিকায় খ্রিস্টান মিশনারি হিসেবে কাজ করেছেন এবং পেরুতে বিশপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি তিনি ভ্যাটিকানে বিশপ নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান ছিলেন। পোপ ফ্রান্সিসের গৃহীত সংস্কারগুলো তিনি এগিয়ে নিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

রবার্ট ফ্রান্সিস নতুন পোপ নির্বাচিত হওয়ার পর সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হাজারো অনুসারীর উদ্দেশে প্রথম ভাষণ দেন। সময় আবেগাপ্লুত নতুন পোপ বলেন, ‘আপনারা সবাই শান্তিতে থাকুন।’ 

তিনি তাঁর পূর্বসূরি প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে মিশনারি গির্জা গড়ে তুলতে হবে, যে গির্জা সেতুবন্ধ গড়ে তোলে।

ইতালির ভাষায় দেওয়া বক্তৃতায় নতুন পোপ অন্যদের প্রতি উদারতা দেখাতে অনুসারীদের প্রতি আহ্বান জানান।

© all rights reserved - Janajatir Kantho