তরুণ লেখক ও কবি পহর চাঙমার কাব্য সংকলন ‘অপাঙক্তেয়’ প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার এক ফেইসবুক স্ট্যাটাসে কবি নিজেই এই তথ্য জানিয়েছেন।
পহর চাঙমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে লেখালেখি করেন। অপাঙক্তেয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
বইটি নিয়ে তিনি জানিয়েছেন, স্রোতের মতো বহমান যে বিষয়গুলো সবসময় উপেক্ষিত থেকে গেছে কিংবা দীর্ঘ সময় ধরে বুনো সন্তানের মগজে অনুচ্চারিত থাকা তাড়নার এক ক্ষুদ্র প্রয়াস অপাঙক্তেয়!
বইটি প্রকাশের পর থেকে তাকে শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন। উজ্জ্বল চাক নামের একজন লিখেছেন, আত্মবিকাশের পথচলায় ‘অপাঙক্তেয়’ হোক সাহস ও সৌন্দর্যের এক দুর্দান্ত সংযোজন।
এছাড়াও অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন বইটি পড়ার। অপাঙক্তেয় অনলাইন থেকে সংগ্রহ করা যাচ্ছে। বইটির মূল্য ধরা হয়েছে ১৬০ টাকা।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন