মধুপুরে ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী গারো বইমেলা

 


টাঙ্গাইলের মধুপুরে ‘বই হোক আত্মবিকাশের মূলমন্ত্র’ স্লোগানকে ধারণ করে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী গারো বইমেলা। আগামী ৩১ জানুয়ারি শালবনের ছিমছাম পীরগাছা সেন্ট পৌলস হাইস্কুল মাঠে মেলার উদ্বোধন হবার কথা রয়েছে। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।  

এ মেলার আয়োজক থকবিরিম প্রকাশনী। জানা গেছে, গারো সাহিত্যকে ঘিরে শুরু হতে যাওয়া এক সপ্তাহের এই সাহিত্য-সাংস্কৃতিক মিলনমেলায় দেশের নানাপ্রান্ত থেকে কবি-সাহিত্যানুরাগীরা অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে ঐতিহ্যবাহী চাম্বিল মেসা, আজিয়া, রেরে, সেরেনজিং, নাংগরে রে, গারো লোককাহিনী পাঠ, গারো ভাষায় কবিতা ও ছড়া পাঠের আয়োজন।

এছাড়াও পরিবেশিত হবে ঐতিহ্যবাহী গারো নৃত্য। সপ্তাহব্যাপী আয়োজিত বইমেলায় নতুন প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করা হবে।

থকবিরিম প্রকাশনীর কর্ণধার কবি মিঠুন রাকসাম জনজাতির কণ্ঠকে জানিয়েছেন, ইতোমধ্যেই মেলার যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। বইমেলার বার্তা পৌঁছে দিতে মধুপুরের গ্রামে গ্রামে গারো ও বাংলা ভাষায় মাইকিং করা হচ্ছে। এলাকাবাসী, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা বেশ সাড়া দিচ্ছেন। বইয়ের পাতায় গারো জীবনের গল্প খুঁজতে সবাইকে মেলায় আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি। 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho