কোচ আদিবাসী ইউনিয়নের ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

 


গাজীপুরে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার নৌলাপাড়ার জেসন গেট এলাকায় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুল দিয়ে তাদের বিএনপিতে স্বাগত জানান। বাংলাদেশ প্রতিদিন এর খবর। 

আদিবাসী নেতৃবৃন্দের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রূপচান বর্মণ সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী, ফজলুল হক মুসল্লী, আদিবাসী নেতা অবিনেষ চন্দ্র বর্মণ, নারায়ণ চন্দ্র বর্মণ, সুভাস চন্দ্র বর্মণ, সম্মিলিত আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক দীপক কোচ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আগামী সরকার যদি বিএনপি গঠন করে, তাহলে বিএনপি সরকারই হবে আপনাদের জন্য নিরাপদ। বিএনপি এমন একটি দল যেখানে সবাই থাকতে পারে। হিন্দু থাকতে পারে, মুসলমান থাকতে পারে, খ্রিষ্টান থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকতে পারে।

তিনি আরো বলেন, আমরা সবাই বাংলাদেশী। সবার নিরাপদ আশ্রয়স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ। যে দেশে আইনের শাসন থাকবে, গণতন্ত্র থাকবে এবং মানুষের সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।

 

 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho