![]()  | 
২৯৯ রাঙ্গামাটি আসনে দীপেন
দেওয়ান ও বান্দরবান ৩০০ নং আসনে সাচিং প্রু জেরী বিএনপির মনোনয়ন পেয়েছেন
(বাঁ দিক থেকে)।   | 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আদিবাসী জাতিগোষ্ঠীর দুইজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন। ২৯৯ রাঙ্গামাটি আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা
জজ দীপেন দেওয়ান ও বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে রাজপুত্র সাচিং প্রু জেরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। 
আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানেই
অন্যান্য প্রার্থীদের সঙ্গে তাদের নাম ঘোষণা করা হয়। 
বান্দরবান ৩০০ নং আসনের প্রার্থিতা ঘোষণার পর জেলাজুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। দলীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বান্দরবান জেলা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। 
এর আগে তিনি ১৯৮৫ সালে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৯ সালে বান্দরবান স্থানীয় সরকার পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং ১৯৯৬ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ গত ২০১৮ সালে বান্দরবান ৩০০ নং আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি। 
এদিকে, মনোনয়ন পাওয়ার পর দলীয় কার্যালয়ে দীপেন দেওয়ান প্রতিক্রিয়া ব্যক্ত করে
গণমাধ্যমকে বলেন, এটি রাঙ্গামাটি আসনে জনতার বিশ্বাসের প্রতিফলন হয়েছে। আমি দলের নেতা কর্মীসহ সকলের নিকট কৃতজ্ঞ। 

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন