জাককানইবির আদিবাসী ছাত্র সংগঠনের নতুন কমিটি গঠন



জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ইন্ডিজেনাস স্টুডেন্টস এসোসিয়েশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( নভেম্বর) জাককানইবি ক্যাম্পাসে সংগঠনটির দশম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সবার সম্মতিক্রমে সভাপতি হিসেবে রুদ্র ম্রং, সাধারণ সম্পাদক হিসেবে রুবেল চাকমা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দিগন্ত হাজং নির্বাচিত হয়েছেন।

সদ্য সভাপতি নির্বাচিত রুদ্র ম্রং বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং রুবেল চাকমা ২০২১-২২ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থী।

ইন্ডিজেনাস স্টুডেন্টস এসোসিয়েশন জাককানইবিতে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। এটি ক্যাম্পাসে আদিবাসী শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। দশম কাউন্সিলে সংগঠনটির সংবিধান সম্পর্কে বিশদ আলোচনা পর্যালোচনা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটির নেতৃবৃন্দকে সংবিধান সংশোধন এবং সংযোজনের আহ্বান করা হয়েছে।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাসেং জাস্টিন নকরেক। কমিটি গঠন শেষে তিনি নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে দশম কাউন্সিলের প্রধান আহ্বায়ক ঋতু হাজং ও অন্যান্য নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho