গারো ভাষায় গল্প বলা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ঢাকা ওয়ানগালা আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অসংখ্য অংশগ্রহণকারীদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে মোট ১৩ জন প্রতিযোগিতায় বিজয়ী হন।
গারো জাতিসত্তার লোককাহিনী, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে প্রাণবন্ত করে তুলতে AMBI-ATCHUNI
KU'RANG শিরোনামে কালচারাল সারভাইভালের সহায়তায় ঢাকা ওয়ানগালা এ প্রতিযোগিতার
আয়োজন করে।
এতে এ (প্রাইমারি) ক্যাটাগরিতে ম্যাক্সওয়েল নকরেক চ্যাম্পিয়ন হন। তাঁর গল্পের শিরোনাম টটেং। এছাড়াও প্রথম রানারআপ হন প্রাচ্য নকরেক (Kangining Dokru
aroba Adasani golpo) ও দ্বিতীয় রানারআপ রুদ্র মারাক (Matcha aro rakkuwal)।
বি ক্যাটাগরিতে
(হাইস্কুল) চ্যাম্পিয়ন হন ঐশ্বরিয়া নকরেক। তাঁর গল্পের শিরোনাম Raani ni Sak'gittam Depaanthe thikana. এছাড়াও একই ক্যাটাগরিতে প্রথম রানারআপ সেংরাক দারু (Mangsinani
Achiani Golpo), দ্বিতীয় রানারআপ সিলভিয়া নকরেক (Noshi dumsi anal
gunal), তৃতীয়
রানারআপ এস্টার চিসিম (Matchadu-Matchabet), চতুর্থ রানারআপ বঞ্চি মৃ (Mikkol)।
সি
ক্যাটাগরিতে (জেনারেল) চ্যাম্পিয়ন হন জাদ্রি মানখিন। তাঁর গল্পের নাম মিদ্দাই থাৎতা। একই
ক্যাটাগরিতে প্রথম রানারআপ হন এস্টিয়ার স্টিফেন মৃ (Megam Gairipa), দ্বিতীয় রানারআপ
শ্রেয়া চিসিম (Matchadu-Matchabet – Folk), তৃতীয় রানারআপ রানিয়া সাংমা (Sangma
Marak Susani), চতুর্থ রানারআপ প্রত্যয় নাফাক (Matchadu Matchabet)।
ঢাকা ওয়ানগালার নকমা সঞ্চয় নাফাক, যুগ্ম কর কমিশনার কর্ণেলিউস কামা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর দীপংকর রিছিল, সাবেক নকমা অন্তর মানখিন, অর্পিত দাংগ, কারিতাস বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর অপূর্ব ম্রং প্রমুখ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন