কাল বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠে ঢাকা ওয়ানগালা

 


প্রতিবছরের মত এবারো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে গারো জনগোষ্ঠীর প্রাণের উৎসব ওয়ানগালা। আগামীকাল শুক্রবার (২৪ অক্টোবর), রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে মহা সমারোহে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই প্রায় সব ধরণের প্রস্তুতি সেরে ফেলেছেন আয়োজকেরা।  

সকালে সাসাত সওয়া, ফসল উৎসর্গ, আমুয়া, কালারফুল প্রশেসন ইত্যাদির মাধ্যমে উৎসবের সূচনা হবে। পরে গোরেরোয়া, জুম নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের ঢাকা ওয়ানগালার নকমা সঞ্চয় নাফাক ও নকমিচিক ললিতা ম্রং। উৎসবে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রেসিডেন্সী ইউনিভার্টিসটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক এএইচএম ফারুক, বাংলাদেশ স্টেশনারি অফিসের উপ-পরিচালক ব্রেনজন চাম্বুগং, যুগ্ম কর কমিশনার কর্ণেলিউস কামা, বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল প্রমুখ উপস্থিত থাকবেন।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৮ বছর ধরে বৃহত্তর গুলশান কালাচাঁদপুর এলাকায় বসবাসরত গারো জনগোষ্ঠী ওয়ানগালা আয়োজন করছেন। উৎসবের প্রায় তিন মাস আগে থেকেই চলে নানান সাংস্কৃতিক প্রস্তুতি। ওয়ানগালা সংস্কৃতি রক্ষা চর্চার এই উদ্যোগ গারো জাতিসত্তাকে আলাদা করে; স্বতন্ত্রতা এনে দেয়। ওয়ানগালা প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী দিনে গারো জনগোষ্ঠী আরো ঐক্যবদ্ধ হবার প্রয়াস পাবে বলেই মনে করেন সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho