গারো জাতিসত্তার লোককাহিনী, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে প্রাণবন্ত করে তুলতে AMBI-ATCHUNI
KU'RANG শিরোনামে ব্যতিক্রমী গল্প বলার প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা ওয়ানগালা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ সময়সীমা ছিল ৫ অক্টোবর পর্যন্ত। এবার এর আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে। প্রতিযোগীরা আগামী ১২ অক্টোবর পর্যন্ত আয়োজকদের সরবরাহকৃত লিঙ্ক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে গল্প পাঠাতে পারবেন।
কালচারারল সারভাইভালের সহায়তায় ঢাকা ওয়ানগালা এ প্রতিযোগিতার আয়োজন করছে। এতে মোট তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার প্রথম (এ) ও দ্বিতীয় (বি) ক্যাটাগরিতে প্রাইমারি ও হাইস্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এতে প্রথম পুরস্কার বিজয়ী দশ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী ছয় হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ী তিন হাজার টাকা পাবেন।
তৃতীয় (সি) ক্যাটাগরিতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্যরা অংশ নিতে পারবেন। এই ক্যাটাগরিতে বিজয়ী প্রথম পুরস্কার হিসেবে বিশ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা পাবেন।
গারোদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পৌরাণিক কাহিনী
ইত্যাদি নিয়ে গল্প বলা বলা যাবে। তবে গল্প অবশ্যই গারো ভাষায় (আবেং, আত্তং, চিবক, দুয়াল, মিগাম) বলতে হবে। প্রতিযোগিতার নিয়ম অনুসারে শুধুমাত্র বাংলাদেশের গারো জাতিগোষ্ঠীর লোকজন এতে অংশ নিতে পারবেন।
গল্প বলা প্রতিযোগিতায় বিজয়ীরা আগামী ২৪ অক্টোবর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যাণ্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ঢাকা ওয়ানগালায় গল্প বলার সুযোগ পাবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের লিঙ্ক’সহ বিস্তারিত জানা যাবে Ambi-Atchuni Ku'rang নামের ফেইসবুক পেইজে। এছাড়াও এই লিঙ্কেও গল্প জমা দেয়া যাবে। লিঙ্ক— https://shorturl.at/dAmFD
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন