গারো স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি

 




ময়মনসিংহের হালুয়াঘাটে নবম শ্রেণির এক গারো আদিবাসী ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আদিবাসী ছাত্র যুব সংগঠনসমূহের ব্যানারে সমাবেশ হয়।

সমাবেশে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা বলেন, ‘পাহাড়ের ঘটনার শিথিল হতে না হতেই ময়মনসিংহের হালুয়াঘাটের এক গারো কিশোরীকে ধর্ষণ করা হল। আদিবাসী মানুষের প্রতি রাষ্ট্রের দ্বিচারিতা কিংবা বিমাতাসুলভ আচরণ রয়েছে, এগুলো দিন দিন আমাদের হতাশ করে তুলছে।

বাগাছাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্যাট্রিক চিসিম বলেন, ‘বর্তমানে বাংলাদেশে লাগাতার ধর্ষণের চর্চা চলছে। এই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল। সেখানে রাষ্ট্রের যে বিচারহীনতা, বিচারহীন সংস্কৃতি সেটার বহাল রাখার চেষ্টা করা হয়েছে। পাহাড়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই সমতলের গারো কিশোরীকে ধর্ষণের শিকার হতে হল। আদিবাসীদের মানুষদের সুরক্ষা দিতে সরকার যে ব্যর্থ এই ঘটনাগুলো সেটির প্রতিফলন।

বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য অনন্যা দ্রং বলেন, ‘যে জায়গায় গারো তরুণী ধর্ষণের শিকার সেই জায়গা আমার অতি পরিচিত। ছোটকাল থেকেই সেই জায়গা দিয়ে আমি হেঁটে এসেছি। অপরাধীদের আমি দেখে এসেছি। আজ হঠাৎ তারা অপরিচিত হয়ে গেল। তার কারণ দীর্ঘদিনের বিচারহীন সংস্কৃতি। এই সংস্কৃতির পরিবর্তন দরকার।

বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সভাপতি অলিক মৃ বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের আদিবাসী নারীরা এই দেশে জন্মেছেন একমাত্র ধর্ষণের শিকার হবার জন্য। একটি ঘটনার সুরাহা হতে না হতেই যে ঘটনা ঘটানো হল আমি এজন্য ধিক্কার জানাই।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি ম্যাথিউ চিরান বলেন, ‘আদিবাসীদের উপর ঘটে যাওয়া নিপীড়নের বিচার চেয়ে আমরা বারবার রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি। গত এক মাস ধরে শাহবাগের রাজপথে এসে দাঁড়িয়েছি। আমার বোনের সম্ভ্রহানির সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছি। কিন্তু এখন আর প্রতিবাদের সময় নয়, এখন সময় প্রতিরোধের।’

এছাড়াও বিক্ষোভ সমাবেশে পিসিপি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শান্তিময় চাকমার সঞ্চালনায় সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিকোলাস চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের নারী বিষয়ক সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা, গাসু কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক জানকি চিসিম প্রমুখ বক্তব্য রাখেন।  

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর হালুয়াঘাটে পূজা দেখতে বেরিয়ে এক গারো কিশোরী ধর্ষণের শিকার হন। উপজেলার ২ নং যুগলী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান আসামি ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার ধারা আশ্রমপাড়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত আবুল বাশারকে (২৫) গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে জুগলি ইউনিয়নের নয়াপাগা গ্রাম থেকে গ্রেপ্তার হন তাঁর সহযোগী মিলন মিয়া (২১)।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho