ময়মনসিংহের
হালুয়াঘাটে গারো স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে
বিক্ষোভ হয়েছে। আজ বিকেল ৪ ঘটিকায় হালুয়াঘাটের উত্তর বাজার শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ
গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ও গারো স্টুডেন্টস ইউনিয়ন (গাসু) যৌথভাবে এ বিক্ষোভ সমাবেশের
আয়োজন করে।
গাসু
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সতীর্থ চিরানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিবাল মানখিন। সমাবেশে স্বাগতিক বক্তব্য দেন গাসু হালুয়াঘাট
শাখার সদস্য সচিব করমিল রুরাম।
এসময়
সমাবেশে বাগাছাস ময়মনসিংহ মহানগরের সভাপতি অনিক রেমা, ছাত্রনেতা তেনজিং দিব্রা, বাগাছাস
মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব রেমা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা
গারো কিশোরী ধর্ষণের অভিযোগে আটক আসামীদের প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির
দাবি জানান; যেন পরবর্তীতে আর কেউ এমন অপরাধ করার সাহস না দেখায়।
প্রসঙ্গত,
গত ২৯ সেপ্টেম্বর হালুয়াঘাটে পূজা দেখতে বেরিয়ে এক গারো কিশোরী ধর্ষণের শিকার হন। উপজেলার
২ নং যুগলী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান আসামি ও তাঁর এক সহযোগীকে
গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ
বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার ধারা আশ্রমপাড়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত আবুল
বাশারকে (২৫) গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে জুগলি ইউনিয়নের
নয়াপাগা গ্রাম থেকে গ্রেপ্তার হন তাঁর সহযোগী মিলন মিয়া (২১)।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন